পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Varanasi Cricket Stadium: 'বিশ্বনাথের থিমে' তৈরি ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন, পৌঁছলেন রবি-সচিনরা - sachin tendulkar and ravi shastri

Cricket Stadium in Varanasi: 450 কোটি টাকা দিয়ে বারাণসীতে তৈরি হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই আজ তার ভিত্তিপ্রস্থর স্থাপন হতে চলেছে ৷ পরমেশ্বরের থিমের এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপনে অংশ নিতে পৌঁছলেন সচিন তেন্ডুলকর থেকে শুরু করে কপিল দেব, রবি শাস্ত্রী এবং সুনীল গাভাসকাররা ৷

টুইটার
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 11:32 AM IST

বারাণসী, 23 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকায় তৈরি হচ্ছে ঐতিহাসিক স্টেডিয়াম ৷ ডমরুর মতো গেট তার উপরে প্রেসবক্স কিংবা খেলোয়াড়দের সাজঘর, ত্রিশূলের মতো ফ্লাডলাইট, স্টেডিয়ামের আকার অর্ধচন্দ্রাকৃতি আর গ্যালারি তৈরি করা হচ্ছে গঙ্গার ঘাটের মতো করে। বারাণসীতে বিশ্বনাথের থিমে গড়া এক নয়া চমক ৷ আজ, শনিবার দুপুর দেড়টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টেডিয়ামটির ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন ৷ তার আগে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সকাল সকালই রওনা দিয়েছেন সচিন তেন্ডুলকর থেকে রবি শাস্ত্রী, সুনীল গাভাসকাররা ৷

ইতিমধ্যেই তাঁরা বিশ্বনাথের পুণ্যক্ষেত্রে পৌঁছে গিয়েছেন তাঁরা ৷ এদিন সকালে টুইট করে রবি শাস্ত্রী সামাজিক মাধ্যমে লিখলেন, "বারাণসী যাচ্ছি। মুম্বই এবং ভারতের জন্য বিরাট অবদান রেখেছেন এমন সহকর্মীদের সহযাত্রী হতে পেরে দারুণ লাগছে। এটা আমার কাছে সারাজীবনের ছবি। এই মুহূর্তটি স্মরণীয় ৷"

সচিন টুইটে লিখলেন, "একজনের প্রশংসা করে বড় হয়েছি। অন্য দুজনের সঙ্গে খেলেছি। তাঁরা 1983 সালের বিশ্বকাপ জয়ের ভিত্তি স্থাপন করেছিলেন। আমি 2011 সালে সেই আনন্দ উপভোগ করেছি! আশা করি 2023 সালেও এই কাপ দেশে আসবে।"

ভারতের বাকি ক্রিকেট স্টেডিয়ামের থেকে একেবারেই আলদা বারাণসীর এই মাঠ। স্টেডিয়ামটির থিম ভগবান শিব ৷ বিশ্বমানের ক্রিকেট উৎসবের মঞ্চ তৈরিতে খরচ হচ্ছে 450 কোটি টাকা ৷ অন্যদিকে, গতকাল রাতেই উত্তরপ্রদেশ পৌঁছেছেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ তাঁর পাশাপাশি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক কপিল দেব এবং বিসিসিআই সহসভাপতি রাজিব শুক্লাও পৌঁছেছেন আজকের ভিত্তিপ্রস্থর স্থাপনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে ৷ স্টেডিয়ামটি তৈরি হতে সময় লাগবে প্রায় আড়াই বছর ৷

আগামী দিনে বারাণসী ঘুরতে আসা পর্যটকদের কাছে এই স্টেডিয়ামও হবে এক বিশেষ দর্শনীয় স্থান। শুধু তাই নয়, স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন প্রায় 30 হাজার দর্শক। সেক্ষেত্রে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার সম্ভাবনাও রয়েছে যথেষ্টই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, বারাণসীতে তৈরি হতে চলে সেই স্টেডিয়ামের ছবি। কর্তৃপক্ষের দাবি, এই স্টেডিয়ামের দর্শকাসনও হবে গঙ্গার ঘাটের মতো। শিব পুজোয় অন্যতম উপাদান এই গঙ্গাপুজো ৷ সেইসঙ্গে কাশীধামের জনপ্রিয়তার আরও এক কারণ এই ঘাটগুলি। প্রতিদিন সেখানে হাজারো ভক্ত ভিড় জমান গঙ্গারতি দেখতে। সেই ঘাটের কথা মাথায় রেখেই বিশেষ আকৃতির দর্শকাসন তৈরির কথা ভাবা হয়েছে। এছাড়াও থাকবে একটি বিশাল ডমরু।

আরও পড়ুন:বিশ্বকাপের আগেই বিশ্বসেরা ভারত, নয়া মুকুট মেন ইন ব্লু'র মাথায়

ABOUT THE AUTHOR

...view details