ডারবান, 4 এপ্রিল : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র 53 রানে অল আউট বাংলা ব্রিগেড (Bangladesh All Out Just 53 Runs Against South Africa in Durban Test) ৷ আর সেই সঙ্গে 220 রানে প্রথম টেস্ট হারল মমিনুল হকের বাংলাদেশ (Bangladesh Loss 1st Test in 220 Runs Against South Africa) ৷ টেস্টের পঞ্চম দিনে মাত্র 19 ওভারে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ৷ প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার 367 রানের জবাবে বাংলাদেশ 298 রান করেছিল ৷ প্রথম টেস্টে ম্যাচের সেরা হয়েছে বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ ৷
দুই টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 1-0 পিছিয়ে বাংলাদেশ ৷ ডারবানে প্রথম টেস্টে 220 রানে হারল বাংলার বাঘরা ৷ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ব্যাট করে 367 রান তুলেছিল ৷ যেখানে তেম্বা বাভুমা সর্বোচ্চ 93 এবং অধিনায়ক ডিন এলগার 67 রান করেছিলেন ৷ বাংলাদেশের ডান হাতি মিডিয়াম পেসার খালেদ আহমেদ 4 উইকেট এবং মেহেদি হাসান 3 উইকেট নিয়েছিলেন ৷ কিন্তু, বাংলাদেশ প্রথম ইনিংসে 298 রানে গুটিয়ে যায় ৷ ওপেনার মহমদুল হাসান জয় 137 রান করেন ৷ তিনি ছাড়া আর কেউ সেভাবে দক্ষিণ আফ্রিকান বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ৷