আমেদাবাদ, 28 নভেম্বর: প্রথম শ্রেণির ক্রিকেট আরও একটি বিশ্বরেকর্ড বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) ৷ কোয়ার্টার ফাইনালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে 1 ওভারে ফ্রি হিট-সহ 7টি ছয় মারলেন ভারতীয় ব্যাটার রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad Smashes List A Record with Seven Sixes in an Over) ৷ সেই সঙ্গে এক ওভারে 43 রান তোলার রেকর্ড গড়েছেন তিনি ৷ ভারতের রবি শাস্ত্রী, যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স, কায়রন পোলার্ড এবং দক্ষিণ আফ্রিকার হার্সল গিবস-সহ অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেটারদের 1 ওভারে 6টি ছয় মারার রেকর্ড ছিল ৷ সেই রেকর্ড ভেঙে ক্রিকেটের সব ধরনের ফরম্যাটে 1 ওভারে 7টি ছয় মারলেন রুতুরাজ গায়কোয়াড় ৷
উত্তরপ্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে এদিন প্রথমে ব্যাট করে মহারাষ্ট্র ৷ অধিনায়ক রুতুরাজ একাই 159 বলে 220 রান করেছেন ৷ মহারাষ্ট্রের মোট রান 5 উইকেটে 330 ৷ উত্তরপ্রদেশের বাঁ হাতি স্পিনার শিবা সিংকে 49 তম ওভারে 7টি ছয় মেরেছেন ৷ যেখানে ওভারের পঞ্চম বলটি নো ছিল ৷ পরের ফ্রি-হিটেও ছয় মারেন রুতুরাজ ৷ 7টি ছয় ও নো-বলের রান মিলিয়ে শিবা সিংয়ের ওভারে মোট 43 রান তুলেছেন চেন্নাই সুপার কিংয়ের ওপেনার ৷ যা প্রথম শ্রেণির ক্রিকেটে একটি যুগ্ম-রেকর্ড ৷ 2018 সালে ফোর্ড ট্রফিতে নর্দান ডিস্ট্রিক্টের দুই ব্যাটার ব্রেট হাম্পটন এবং জো কার্টার যৌথভাবে এক ওভারে 43 রান তুলেছিলেন ৷