বেঙ্গালুরু, 27 অক্টোবর: 9 জুলাই 2019, ভারতীয় ক্রিকেট তথা ক্রিকেটপ্রেমীদের কাছে দিনটি খুবই বিশেষ ৷ তবে, আনন্দে নয় ৷ হৃদয়বিদারক হিসেবে বিশেষ ৷ এই দিনেই একটা রান-আউটে ভারতের 2019 বিশ্বকাপের যাত্রার ইতি হয়ে গিয়েছিল ৷ সেই সঙ্গে ইতি হয়েছিল একটি অধ্যায়ের ৷ সেই রান-আউটের পর মহেন্দ্র সিং ধোনিকে আর দ্বিতীয়বার ভারতের জার্সি গায়ে দেখা যায়নি ৷ কিন্তু, কেন ? চার বছর পর যখন ভারতের মাটিতে ফের বিশ্বকাপের আসর বসেছে, তখন সেই প্রশ্নের জবাব দিলেন ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক ৷
বেঙ্গালুরুতে এক সাক্ষাৎকারে ধোনি জানান, বিশ্বকাপে সেমিফাইনালে সেই রান-আউটের পর তিনি বুঝে গিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর দিন শেষ হয়ে গিয়েছে ৷ ধোনির কথায়, ‘‘জয়ের খুব কাছাকাছি এসেও হেরে যাওয়া ম্যাচে নিজেদের আবেগের প্রতি নিয়ন্ত্রণ রাখা খুবই কষ্টকর ৷ ভিতরে ভিতরে আমি নিজের পরিকল্পনা তৈরি করে ফেলেছিলাম ৷ আমার কাছে, সেদিনই ভারতের হয়ে শেষ ক্রিকেট খেলে ছিলাম ৷ অবশ্যই আমি একবছর পর আমার অবসর ঘোষণা করেছিলাম ৷ কিন্তু, সত্যিটা হল ওইদিনই আমি অবসর করে ফেলেছিলাম ৷’’
এই অবসর ঘোষণা নিয়ে একটি মজাদার কাহিনীও শোনালেন ধোনি ৷ তিনি বলেন, ‘‘ফিটনেসের উপর নজর রাখার জন্য আমাদের বিভিন্ন মেশিন দেওয়া হত ৷ যখনই আমি ট্রেনারের কাছে যেতাম, তখন সেগুলি ফেরত দিতাম ৷ কিন্তু, ট্রেনার আমাকে বলত, না না তুমি এগুলো রেখে দাও ৷ এবার আমি তাঁকে কী করে বলি যে, আমার আর ওগুলো লাগবে না ৷ আমি ওই সময় কিছু বলতে পারতাম না কারণ, আমি ওই মুহূর্তে অবসরের কথা ঘোষণা করতে চাইনি ৷’’