পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2022 Final : রণবীর-শো, রহমান ম্যানিয়ায় জমজমাট আইপিএল ফাইনাল ; টস জিতে ব্যাটিং রয়্যালসের - RR win the toss and elect to bat first in IPL final

ফাইনাল ঘিরে বোর্ডের পরিকল্পনার সবকিছুরই সফল রূপায়ণ এদিন ঘটল মোতেরায় (AR Rahman and Ranveer Singh combination starts the mega show of IPL 2022 final) ৷ রণবীর-রহমানের যুগলবন্দিতে শরিক হলেন মোহিত চৌহান, বেনি দয়াল, নীতি মোহন এবং আরও অনেকে ৷

IPL 2022 Final
রণবীর শো রহমানের মিউজিক ম্যানিয়ায় আইপিএল ফাইনালের ঢাকে কাঠি

By

Published : May 29, 2022, 8:04 PM IST

Updated : May 29, 2022, 8:22 PM IST

আমেদাবাদ, 29 মে : তিনবছর পর কোটিপতি ক্রিকেট লিগের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে দেশের মাটিতে ৷ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সেভাবে জমকালো করা সম্ভব হয়ে ওঠেনি ৷ তবে সমাপ্তি অনুষ্ঠান ঘিরে পরিকল্পনা সাজিয়ে রেখেছিল বিসিসিআই ৷ গাইবেন কিংবদন্তি এ আর রহমান, নাচবেন রণবীর সিংহ ৷ অন্যদিকে স্টুডিয়োতে ফাইনাল সঞ্চালনা করবেন আমির খান ৷ সব ঠিকঠাকই ছিল ৷ ফাইনাল ঘিরে বোর্ডের পরিকল্পনার সবকিছুরই সফল রূপায়ণ এদিন ঘটল মোতেরায় (AR Rahman and Ranveer Singh combination starts the mega show of IPL 2022 final) ৷

সমাপ্তি অনুষ্ঠানে রণবীর-রহমানের যুগলবন্দিতে শরিক হলেন মোহিত চৌহান, বেনি দয়াল, নীতি মোহন এবং আরও অনেকে ৷ ফাইনালের ঢাকে কাঠি পড়ার পর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল মোতেরা স্টেডিয়াম ৷ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি তৈরি করে রেকর্ড বুকে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ৷ ততক্ষণে উত্তেজনার গনগনে আঁচে প্রবেশ করে গিয়েছে মোতেরার দর্শক ৷ পরবর্তীতে মেগা ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্য়ামসন ৷ টস জিতে রয়্যালস দলনায়ক জানান, দ্বিতীয় ইনিংসে স্পিনাররা এই পিচ থেকে সুবিধা পেতে পারে ৷ সেকথা মাথায় রেখেই প্রথমে ব্যাটিং'য়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি (RR win the toss and elect to bat first in IPL final) ৷

আরও পড়ুন : বাটলার থেকে মিলার, রশিদ থেকে চাহাল ; রবিবাসরীয় আইপিএল মহারণে শ্যেন দৃষ্টি যাঁদের দিকে

হার্দিক অবশ্য জানালেন টস জিতলে তিনি রান তাড়া করার পথেই হাঁটতেন ৷ পাশাপাশি ঘরের মাঠের দর্শকের সামনে নায়কের মর্যাদা কুড়িয়ে নেওয়ার সুযোগ তাঁদের সামনে ৷ জানালেন গুজরাত অধিনায়ক ৷ তবে বাড়তি চাপ নয়, ফাইনালকে আর পাঁচটা ম্যাচের মত নিয়েই দলের ছেলেদের চাপ কাটানোর বার্তা দিলেন পান্ডিয়া ৷

একনজরে গুজরাত একাদশ :ঋদ্ধিমান (উইকেটরক্ষক), গিল, ওয়েড, পান্ডিয়া (অধিনায়ক), মিলার, তেওয়াটিয়া, রশিদ, কিশোর, দয়াল, শামি, ফার্গুসন ৷

একনজরে রাজস্থান একাদশ : যশস্বী, বাটলার, সঞ্জু (অধিনায়ক/উইকেটরক্ষক), পাড়িক্কল, হেটমেয়ার, রিয়ান, অশ্বিন, বোল্ট, চাহাল, কৃষ্ণা এবং ম্যাকয় ৷

Last Updated : May 29, 2022, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details