মুম্বই, 7 মে : দু'ম্যাচ হারের পর জয়ের সরণিতে ফিরল রাজস্থান রয়্যালস ৷ পঞ্জাব কিংসকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে উপরের সারিতেই রইল সঞ্জু স্যামসন অ্যান্ড কোম্পানি ৷ মুম্বই এবং কলকাতার বিরুদ্ধে হারের পর শনিবার পঞ্জাবের কাছে হারলে রয়্যালসদের প্লে-অফ যাত্রায় প্রশ্নচিহ্ন পড়ে যেত ৷ কিন্তু তা হতে দিল না ওপেনার যশস্বী জয়সওয়াল এবং শিমরন হেটমেয়ারের ব্যাট ৷ পঞ্জাবের দেওয়া কঠিন লক্ষ্যমাত্রা তাড়া করে রাজস্থান জিতল 6 উইকেটে (RR beat PBKS by six wickets) ৷
ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে ইংরেজ ওপেনার জনি বেয়ারস্টোর অর্ধশতরান, জীতেশ শর্মার ঝোড়ো ব্যাটে ভর করে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 189 রান তোলে পঞ্জাব ৷ 5টি চার, 2টি ছয়ে বেয়ারস্টো করেন 40 বলে 56 রান ৷ জীতেশ শর্মা 18 বলে মারকাটারি 38 রান করে অপরাজিত থাকেন ৷ প্রসিদ্ধ কৃষ্ণা, ট্রেন্ট বোল্টদের ব্যর্থতার দিনে রয়্যালসদের হয়ে বল হাতে আবারও সফল লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল ৷
লাসিথ মালিঙ্গা, সুনীল নারিনের নজির ভেঙে চতুর্থবার এক আইপিএল মরসুমে 20টি উইকেট নেওয়ার নজির গড়েন চাহাল (Yuzvendra Chahal takes 20 wickets for fourth time in a IPL season) ৷ 28 রানে 3 উইকেট নেন তিনি ৷ জবাবে গতিতে রান তাড়া শুরু করে রয়্যালসের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং জস বাটলার ৷ চলতি আইপিএলে ছ'শো রানের গণ্ডি পেরিয়ে গেলেও এদিন লম্বা হয়নি ইংরেজ ওপেনারের ইনিংস ৷ 16 বলে 30 রান করে ফেরেন বাটলার ৷
আরও পড়ুন :শেষ ওভারে নাটকীয় মোড়, ফার্স্ট বয়কে হারিয়ে দ্বিতীয় জয় মুম্বইয়ের
12 বলে 32 রানের বিধ্বংসী ক্যামিও ইনিংস খেলে আউট হন অধিনায়ক স্যামসন ৷ তৃতীয় উইকেটে দেবদূত পাড়িক্কলের সঙ্গে যশস্বীর 56 রানের জুটি রয়্যালসদের জয়ের পথে অনেকটাই এগিয়ে দেয় ৷ অর্ধশতরান পূর্ণ করে 41 বলে 68 রানে আউট হন যশস্বী (Yashasvi Jaiswal hits 68 runs from 41 balls) ৷ তাঁর ইনিংসে ছিল 9টি চার, 2টি ছয় ৷ পাড়িক্কল আউট হন 31 রানে ৷ তবে শেষবেলায় হেটমেয়ারের ঝোড়ো 16 বলে 31 রান দু'বল বাকি থাকতে জয় নিশ্চিত করে রয়্যালসদের ৷ 11 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তিনে স্যামসনের দল ৷