পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WPL 2023: ক্যারিবিয়ান ঝড়ে বিধ্বস্ত স্মৃতিরা, হেইলির দাপটে টানা দ্বিতীয় জয় মুম্বইয়ের - সাইকার ঘূর্ণিতে কোণঠাসা স্মৃতিরা

চলতি ডব্লিউপিএলের 5টি দলের সফর শুরু হয়ে গিয়েছে । এদিন মুম্বইয়ের বিরুদ্ধে টুর্নামেন্টে ফেরার লড়াই ব্যাঙ্গালোরের । হেইলি ম্যাথেউসের অল-রাউন্ড পারফরম্যান্সে ম্যাচ তুলে নিল হরমনপ্রীতরা (Mumbai Indians beat Royal Challengers Bangalore in WPL 2023) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 6, 2023, 9:34 PM IST

Updated : Mar 6, 2023, 10:46 PM IST

মুম্বই, 6 মার্চ: ব্র্যাবোর্ন স্টেডিয়ামে উজ্জ্বল মুম্বই ইন্ডিয়ান্স ( Mumbai Indians) । হেইলি ম্যাথেউস, ন্যাট স্কিভার ব্রান্টের দাপটে 9 উইকেটে ম্যাচ জিতে নিল হরমনপ্রীত অ্যান্ড কোং । 38 বলে 77 রানের ঝোড়ো ইনিংস খেললেন হেইলি । ক্যারিবিয়ান ঝড় প্রতিহত করার কোনও রাস্তাই খুঁজে পাননি স্মৃতি মন্ধনারা । যস্তিকা ভাটিয়া ব্যক্তিগত 23 রানে ফিরলেও 55 রানের ইনিংসে হেইলিকে যোগ্য সঙ্গত করলেন ইংরেজ ব্যাটার স্কিভার ব্রান্ট (Mumbai Indians beat Royal Challengers Bangalore in WPL 2023) । 34 বল বাকি থাকতেই ম্যাচ মুম্বইয়ের ।

ব্ুলু ব্রিগেডকে বড় রানের টার্গেট দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। বল হাতে ফের বঙ্গতনয়া সাইকা ঈশাক, হেইলি ম্যাথেউসরা জ্বলে উঠলেও পালটা দিলেন রিচা ঘোষ, কণিকা আহুজারা । প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে বিরাট ব্যবধানে হারার পর এদিন টুর্নামেন্টে ফেরার লড়াই ছিল স্মৃতি মন্ধনাদের কাছে । হরমনপ্রীতদের 156 রানের টার্গেট দিল ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore vs Mumbai Indians) । যদিও ম্যাথেউস, স্কিভার ব্রান্টদের দাপটে তা কোনও কাজেই আসেনি ।

ব্র্যাবোর্ন স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাট নিয়েছিল আরসিবির মহিলা ব্রিগেড । যদিও শুরুটা ভালো করতে পারেননি 'মন্ধনা অ্যান্ড কোং' । ব্যক্তিগত 16 রানের মাথায় ক্রিজ ছাড়েন সোফি ডিভাইন । অধিনায়কের ব্য়াটে এসেছে 23 রান । খাতাই খুলতে পারেননি দিশা কাশাট, হেদার নাইট । দুরন্ত থ্রো-এ এলিস পেরিকে (13 রান) ডাগ-আউটে পাঠান ন্যাট স্কিভার ব্রান্ট । টপ এবং মিডল-অর্ডারের ব্যর্থতাতেও আরসিবি-কে লড়াইয়ে রাখলেন রিচা, শ্রেয়াঙ্কারা (Womens Premier League)।

28 রান এসেছে বাংলার রিচা ঘোষের ব্যাট থেকে । কণিকা আহুজার সংগ্রহ 22 রান । শ্রেয়াঙ্কা পাতিলের অবদান 23 রান । 20 রান করেছেন মেগান স্কট । শেষ পর্যন্ত 18.4 ওভারে 155 রানে অল-আউট হয়ে যায় আরসিবি । প্রথম ম্যাচে 4 উইকেট নেওয়ার পর এদিনও জ্বলে উঠলেন সাইকা ঈশাক । পার্ক সার্কাসের মেয়ের ঘূর্ণিতে খাবি খেয়েছে মন্ধনাদের টপ অর্ডার । তুলে নিয়েছেন সোফি ডিভাইন, দিশা কাশাটকে । তাঁর বলেই ফিরেছেন এলিস পেরি । বঙ্গতনয়াকে যোগ্য সঙ্গত করেছেন হেইলি ম্যাথেউস, এমিলিয়া কের । হেইলির ঝুলিতে এসেছে 3 উইকটে, এমিলিয়া ফিরিয়েছেন 2 ব্যাটারকে । এই ম্যাচে হারলে লিগ টেবিলের তলানিতে পৌঁছে যাবে টুর্নামেন্টের সবচেয়ে দামি খেলোয়াড়ের দল ।

আরও পড়ুন: টানা দ্বিতীয় হার গুজরাতের, দেখে নিন লিগ টেবিলে কোন দল কোথায় দাঁড়িয়ে

Last Updated : Mar 6, 2023, 10:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details