ওয়েলিংটন, 30 ডিসেম্বর :শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানাতে চলেছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার রস টেলর (Ross Taylor Retirement) ৷ আজ ভোরে টুইট করে নিজেই সেকথা জানিয়েছেন তিনি ৷ আগামী শনিবার থেকে বাংলাদেশের বিরুদ্ধে শুরু হচ্ছে দুটি টেস্ট ম্যাচ ৷ এরপর অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে মোট ছয়টি একদিনের ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ৷ এই ম্যাচগুলি খেলবেন তিনি ৷ এরপর 2022 সালে ঘরোয়া মরসুম খেলে অবসর নেবেন এই কিংবদন্তি ব্যাটার ৷
টুইটে তিনি অনুরাগী উদ্দেশে লেখেন, "আমাকে 17 বছর ধরে সমর্থন করার জন্য ধন্যবাদ ৷ দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার জন্য সম্মানের ৷ দেশের হয়ে খেলতে নেমে নানা অভিজ্ঞতা অর্জন করেছি ৷ সেইসব অভিজ্ঞতা অসাধারণ ৷ তবে সব ভালরই শেষ আছে ৷ এবং আমি মনে করি যে আমার অবসর নেওয়ার জন্য এটাই সঠিক সময় ৷ "
37 বছর বয়সী এই কিউয়ি ব্যাটারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল 2006 সালে ৷ শুরু থেকেই নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে নির্ভরযোগ্য ছিলেন তিনি ৷ দেশের হয়ে তিনি 110টি টেস্ট, 233টি একদিনের ম্যাচ এবং 102টি টি-20 ম্যাচ খেলেছেন ৷ নিউজিল্যান্ডের হয়ে 18 হাজার 74 রান সংগ্রহে রয়েছে তাঁর ৷
আরও পড়ুন: "আমাদের দল অতটাও খারাপ নয়", মন্তব্য ইস্টবেঙ্গলের অন্তর্বর্তী কোচ রেনেডি সিংয়ের
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, " টেলর নিউজিল্যান্ড দলে অপরিহার্য ছিলেন ৷ তিনি দলের সবার কাছেই খুবই সম্মানীয় ৷ দেশের হয়ে সেরা মুহূর্ত উপহার দেওয়ার জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ ৷" টুইটারে তাঁকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান ৷ ডেভিড ওয়ার্নার টুইটারে লেখেন, "ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল ৷ অবশ্যই তোমার উজ্জ্বল কেরিয়ার ৷ অস্ট্রেলিয়ায় তোমার সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে আছি ৷ "