মুম্বই, 12 ডিসেম্বর : ওডিআই ক্রিকেটে বিরাট কোহলির অধিনায়কত্বের চাকরি খোয়ানো নিয়ে সরগরম ভারতীয় ক্রিকেট ৷ চারদিন কেটে গেলেও চর্চা চলছে বিরাটের অধিনায়কত্বের পদ হারানো নিয়ে ৷ এরইমধ্যে বিরাটের স্থলাভিষিক্ত হয়ে নেতৃত্ব নিয়ে প্রথম মুখ খুললেন নয়া অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma speaks on his ODI captaincy role) ৷ অধিনায়ক হওয়ার পর বোর্ডকে দেওয়া প্রাথমিক প্রতিক্রিয়ায় মুম্বইকর জানান, ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রতিনিয়তই চাপ সামলাতে হয় ৷ তাই অধিনায়ক হয়ে বাড়তি চাপ অনুভব করছেন না তিনি ৷ বরং বাইরের কথায় কান না দিয়ে দলের আভ্যন্তরীণ বোঝাপড়ায় জোর দিলেন নয়া অধিনায়ক (Rohit wants to create a strong bond between the players) ৷
ওডিআই ক্রিকেটে নেতৃত্বের হাতবদলের পর প্রথম মুখ খুলে হিটম্যান বলেন, "দেশের হয়ে ক্রিকেট খেলতে গিয়ে সবসময় বাড়তি চাপ অনুভব করি ৷ মানুষ সবসময় ইতিবাচক-নেতিবাচক বলতে থাকে ৷ তাই অধিনায়ক নয়, একজন ক্রিকেটার হিসেবেই বলছি নিজের লক্ষ্যে অবিচল থাকাটাই আমি শ্রেয় মনে করি ৷ লোকে কী বলল তাতে বিশেষ গুরুত্ব না দেওয়াই ভাল কারণ সেগুলো আমাদের হাতে থাকে না ৷"