পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rohit Sharma on ODI Captaincy : চাপ সামলে লক্ষ্যে অবিচল থাকতে চান অধিনায়ক রোহিত - Rohit Sharma speaks on his ODI captaincy role

অধিনায়ক হওয়ার পর বোর্ডকে দেওয়া প্রাথমিক প্রতিক্রিয়ায় মুম্বইকর জানান, ক্রিকেটার হিসেবে প্রতিনিয়তই চাপ অনুভব করেন তিনি ৷ তাই অধিনায়ক হয়ে বাড়তি চাপ অনুভব করছেন না তিনি ৷ বরং বাইরের কথায় কান না দিয়ে দলের অভ্যন্তরীণ বোঝাপড়ায় জোর দিলেন নয়া অধিনায়ক (Rohit wants to create a strong bond between the players) ৷

Rohit Sharma on ODI Captaincy
চাপ সামলে লক্ষ্যে অবিচল থাকতে চান অধিনায়ক রোহিত

By

Published : Dec 12, 2021, 8:05 PM IST

Updated : Dec 12, 2021, 9:43 PM IST

মুম্বই, 12 ডিসেম্বর : ওডিআই ক্রিকেটে বিরাট কোহলির অধিনায়কত্বের চাকরি খোয়ানো নিয়ে সরগরম ভারতীয় ক্রিকেট ৷ চারদিন কেটে গেলেও চর্চা চলছে বিরাটের অধিনায়কত্বের পদ হারানো নিয়ে ৷ এরইমধ্যে বিরাটের স্থলাভিষিক্ত হয়ে নেতৃত্ব নিয়ে প্রথম মুখ খুললেন নয়া অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma speaks on his ODI captaincy role) ৷ অধিনায়ক হওয়ার পর বোর্ডকে দেওয়া প্রাথমিক প্রতিক্রিয়ায় মুম্বইকর জানান, ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রতিনিয়তই চাপ সামলাতে হয় ৷ তাই অধিনায়ক হয়ে বাড়তি চাপ অনুভব করছেন না তিনি ৷ বরং বাইরের কথায় কান না দিয়ে দলের আভ্যন্তরীণ বোঝাপড়ায় জোর দিলেন নয়া অধিনায়ক (Rohit wants to create a strong bond between the players) ৷

ওডিআই ক্রিকেটে নেতৃত্বের হাতবদলের পর প্রথম মুখ খুলে হিটম্যান বলেন, "দেশের হয়ে ক্রিকেট খেলতে গিয়ে সবসময় বাড়তি চাপ অনুভব করি ৷ মানুষ সবসময় ইতিবাচক-নেতিবাচক বলতে থাকে ৷ তাই অধিনায়ক নয়, একজন ক্রিকেটার হিসেবেই বলছি নিজের লক্ষ্যে অবিচল থাকাটাই আমি শ্রেয় মনে করি ৷ লোকে কী বলল তাতে বিশেষ গুরুত্ব না দেওয়াই ভাল কারণ সেগুলো আমাদের হাতে থাকে না ৷"

ওডিআই ক্রিকেটে তিনটি দ্বিশতরানের মালিকের সংযোজন, "আমি আগেও বলেছি ভবিষ্যতেও বলব, একইসঙ্গে দলকে আমি যে বার্তাটা দিতে চাই সেটা হল বড় টুর্নামেন্ট খেলার সময় বাইরে প্রচুর কথা হবে ৷ সেই কথায় কান না দিয়ে যা আমাদের হাতে আছে সেদিকে নজর দেওয়া উচিত ৷ অর্থাৎ, যাও এবং ম্যাচ জেতো ৷ আমার মনে হয় বাইরের কথা আমাদের কাছে অর্থহীন ৷ দলে একে অপরের সম্পর্কে আমাদের ধারণা ভীষণ গুরুত্বপূর্ণ ৷"

আরও পড়ুন : Rohit replaces Virat as ODI captain : নেতৃত্বে 'বিরাট' বদল, ওয়ান-ডে ক্যাপ্টেনও রোহিত

সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে দলের আভ্যন্তরীণ রসায়ন আরও সুদৃঢ় করে লক্ষ্যে পৌঁছনোর বার্তা দিয়ে গেলেন 'হিটম্যান' ৷ হেডস্যার রাহুল দ্রাবিড় সেই বোঝাপড়া মজবুত করতে আরও সাহায্য় করবেন বলেই ধারণা সাদা বলের ক্রিকেটে দেশের নতুন অধিনায়কের ৷

Last Updated : Dec 12, 2021, 9:43 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details