মুম্বই, 21 অগস্ট: ভারতীয় দলের মিডল-অর্ডারের ব্যাটারদের নমনীয় হতে হবে ৷ জাতীয় দলের কোনও ব্যাটার একটি নির্দিষ্ট নম্বরেই ব্যাটিং করবেন এটা ভাবার কারণ নেই ৷ আজ এমনটাই জানালেন ভারত অধিনায়ক ৷ এশিয়া কাপের দল ঘোষণা করতে এসে সাংবাদিক বৈঠকে এ কথা বলে রোহিত ৷ তাঁর দাবি, ভারতীয় দলের প্রত্যেকটি প্লেয়ারকে যে কোনও জায়গায় ব্যাট করতে হতে পারে ৷ তার জন্য তাঁকে মানসিকভাবে প্রস্তুত থাকবে হবে ৷ তবে, অবশ্য বিষয়টি একরাতের ব্যাপার নয় বলে জানান রোহিত ৷ তাঁর কথায়, গত তিন-চার বছর ধরে এই প্রক্রিয়া চলে আসছে ৷ সেভাবেই ক্রিকেটাররা নিজেদের তৈরি করেছেন ৷
এমনকী যে ক্রিকেটাররা টিমের বাইরে থাকছেন বা প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না, তাঁদেরকেও স্পষ্ট একটি বার্তা দলের তরফে দেওয়া হয় বল জানান রোহিত ৷ আন্তর্জাতিক কেরিয়ারে সেই প্লেয়ার ঠিক কোন জায়গায় রয়েছেন, তাঁর থেকে দল কী চাইছে ? সেই নিয়ে ম্যানেজমেন্ট সংশ্লীষ্ট ক্রিকেটারকে একটি পূর্ণাঙ্গ ধারণা করিয়ে দেয় বলে জানান রোহিত ৷ তবে, এ দিন সাংবাদিক বৈঠকে রোহিতের কথায় স্পষ্ট, দল বাছাইয়ে জাতীয় নির্বাচক কমিটির থেকে রোহিত শর্মার পছন্দই বেশি গুরুত্ব পেয়েছে ৷