মুম্বই, 15 নভেম্বর: সম্ভাবনা ছিলই ৷ আর সেটাকে সত্যি করে বিশ্বকাপের মঞ্চে আরও এক ছক্কার মাইলস্টোন ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা ৷ লিগের শেষ ম্যাচে ডাচদের বিরুদ্ধে এবি ডি'ভিলিয়ার্সকে ছাপিয়ে একটি ক্যালেন্ডার ইয়ারে গড়েছিলেন সর্বাধিক ছক্কার নজির ৷ আর বুধবার সেমিফাইনালের শুরুতেই আরও এক ছক্কার নজিরে নাম লেখালেন 'হিটম্যান' ৷ ক্রিস্টোফার হেনরি গেইলকে ছাপিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ছক্কা হাঁকালেন রোহিত ৷ 49টি ছক্কা মেরে এতদিন রেকর্ডটা দখলে রেখেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ৷ এদিন ম্যাচের পঞ্চম ওভারে ট্রেন্ট বোল্টের ডেলিভারি গ্যালারিতে পাঠিয়ে সেই রেকর্ড নিজের নামে করে নেন ভারত অধিনায়ক ৷
এদিন 29 বলে ঝোড়ো 47 রানের ইনিংস খেলে টিম সাউদির শিকার হন রোহিত ৷ তবে এদিন সংক্ষিপ্ত ইনিংসে চারটি ছক্কা হাঁকান মুম্বইকর ৷ এর মধ্যে তৃতীয় ছয়টি মেরে মাইলস্টোন গড়ে ফেলেন ভারতীয় ওপেনার ৷ এদিনের ইনিংসের পর বিশ্বকাপে রোহিতের ঝুলিতে আপাতত 51টি ছক্কা ৷ টস জিতে ঘরের মাঠে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক ৷ আর গিলের সঙ্গে ওপেনে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ধরা দেন ভারত অধিনায়ক ৷ ট্রেন্ট বোল্টকে প্রথম ওভারে জোড়া চার মেরে 10 রান নেন তিনি ৷