পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Virat Kohli Quits Test Captaincy : 'বিরাট' ইস্তফায় হতবাক রোহিত, ক্যাপ্টেন কোহলিকে কুর্নিশ মহারাজের - Rohit Sharma Shocked By The Decision Of Virat Kohli

এদিকে ওডিআই ক্যাপ্টেন্সি ইস্যুতে যাঁর সঙ্গে তাঁর তীব্র মতবিরোধ, সেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও বিদায়বেলায় কুর্নিশ করলেন অধিনায়ক বিরাটকে (BCCI President Sourav Ganguly Congratulates Virat Kohli) ৷

Virat Kohli Quits Test Captaincy
'বিরাট' ইস্তফায় হতবাক রোহিত, ক্যাপ্টেন কোহলিকে কুর্নিশ মহারাজের

By

Published : Jan 16, 2022, 4:07 PM IST

Updated : Jan 16, 2022, 4:17 PM IST

মুম্বই, 16 জানুয়ারি : তিনি যে অনেক ভেবেচিন্তে, পরিবারের মতামত নিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন, সেটা তাঁর টুইটবার্তাতেই স্পষ্ট ছিল ৷ সূত্রের খবর, সিরিজ হারের ধাক্কা সামলে ওঠার আগে শুক্রবার রাতেই সতীর্থদের নেতৃত্ব ছাড়ার কথা জানিয়ে আরও একটা ধাক্কা দিয়ে যান বিরাট কোহলি ৷ এরপর শনিবার বিকেলে তাঁর টুইটবার্তা দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর অনেকেই ধাতস্থ হতে বেশ কিছুটা সময় নিয়েছিলেন ৷ ভারতীয় ক্রিকেটে বিরাট সাম্রাজ্যের অবসানে হতবাক রোহিত শর্মা (Rohit Sharma Shocked By The Decision Of Virat Kohli) ৷

সীমিত ওভারের ফর্ম্য়াটে বিরাটের ডেপুটি হিসেবে লম্বা সময় দায়িত্ব সামলেছেন ৷ কিন্তু লাল বলের ক্রিকেটে বিরাটের ডেপুটির দায়িত্ব আর সামলানোর সুযোগ হল না দেশের নয়া ওয়ান-ডে অধিনায়ক রোহিত ৷ দক্ষিণ আফ্রিকায় সেই সুযোগটা হত, কিন্তু কাঁটা হয়ে দাঁড়াল চোট ৷ বিরাট দায়িত্ব ছাড়তেই তাই সোশ্যাল মিডিয়ায় বিরাটের সঙ্গে রিস্ট বাম্পের ছবি পোস্ট করে 'হিটম্যান' লিখলেন, "হতবাক ! তবে ভারত অধিনায়ক হিসেবে একটা সফল যাত্রাপথ অতিক্রম করার জন্য অভিনন্দন ৷ আগামীর জন্য অনেক শুভেচ্ছা ৷"

আরও পড়ুন : Virat Kohli As Test Captain : ক্যাঙ্গারুর দেশে সিরিজ জয় থেকে সফলতম অধিনায়ক, টেস্ট ক্যাপ্টেন বিরাটের মুকুটে ছড়ানো মণিমাণিক্য

এদিকে ওডিআই ক্যাপ্টেন্সি ইস্যুতে যাঁর সঙ্গে তাঁর তীব্র মতবিরোধ, সেই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও বিদায়বেলায় কুর্নিশ করলেন অধিনায়ক বিরাটকে (BCCI President Sourav Ganguly Congratulates Virat Kohli) ৷ বিসিসিআই সভাপতি লেখেন, "বিরাটের অধিনায়কত্বে সব ফর্ম্যাটেই ভারতীয় ক্রিকেটে দ্রুত উথ্থান ঘটেছে ৷ তবে তাঁর এই সিদ্ধান্ত নিতান্তই ব্যক্তিগত এবং বিসিসিআই এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছে ৷ ভবিষ্যতে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ও দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই বিশ্বাস ৷ দুর্দান্ত প্লেয়ার ৷ ওয়েল ডান ৷"

Last Updated : Jan 16, 2022, 4:17 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details