মুম্বই, 16 জানুয়ারি : তিনি যে অনেক ভেবেচিন্তে, পরিবারের মতামত নিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন, সেটা তাঁর টুইটবার্তাতেই স্পষ্ট ছিল ৷ সূত্রের খবর, সিরিজ হারের ধাক্কা সামলে ওঠার আগে শুক্রবার রাতেই সতীর্থদের নেতৃত্ব ছাড়ার কথা জানিয়ে আরও একটা ধাক্কা দিয়ে যান বিরাট কোহলি ৷ এরপর শনিবার বিকেলে তাঁর টুইটবার্তা দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর অনেকেই ধাতস্থ হতে বেশ কিছুটা সময় নিয়েছিলেন ৷ ভারতীয় ক্রিকেটে বিরাট সাম্রাজ্যের অবসানে হতবাক রোহিত শর্মা (Rohit Sharma Shocked By The Decision Of Virat Kohli) ৷
সীমিত ওভারের ফর্ম্য়াটে বিরাটের ডেপুটি হিসেবে লম্বা সময় দায়িত্ব সামলেছেন ৷ কিন্তু লাল বলের ক্রিকেটে বিরাটের ডেপুটির দায়িত্ব আর সামলানোর সুযোগ হল না দেশের নয়া ওয়ান-ডে অধিনায়ক রোহিত ৷ দক্ষিণ আফ্রিকায় সেই সুযোগটা হত, কিন্তু কাঁটা হয়ে দাঁড়াল চোট ৷ বিরাট দায়িত্ব ছাড়তেই তাই সোশ্যাল মিডিয়ায় বিরাটের সঙ্গে রিস্ট বাম্পের ছবি পোস্ট করে 'হিটম্যান' লিখলেন, "হতবাক ! তবে ভারত অধিনায়ক হিসেবে একটা সফল যাত্রাপথ অতিক্রম করার জন্য অভিনন্দন ৷ আগামীর জন্য অনেক শুভেচ্ছা ৷"