দুবাই, 27 অগস্ট: গত অক্টোবরের টি-20 বিশ্বকাপের কদর্য হার অতীত পরিসংখ্যান মাত্র ৷ রবিবাসরীয় দুবাইয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে ফের স্নায়ুর ম্যাচ ভারতের সামনে (India will take on Pakistan in Asia Cup tomorrow) ৷ তবে খেতাব ধরে রাখার অভিযানের শুরুতে পাক হার্ডলস পেরোতে তৈরি তারা, প্রাক সাংবাদিক সম্মেলনে জানালেন রোহিত শর্মা (Rohit Sharma) ৷ ম্যাচ বাই ম্যাচ ভাবতে চান, তাই দলের ফোকাসে আপাতত শুধুমাত্র কালকের ম্য়াচ, জানিয়েছেন ভারত অধিনায়ক ৷
অহেতুক চাপ ডেকে আনা নয়, বরং স্নায়ুর ম্য়াচের আগে শিবিরের মেজাজ ফুরফুরেই রয়েছে ৷ জানালেন রোহিত (Rohit Sharma says mood in the camp is buzzing ahead of Pakistan clash) ৷ ভারত অধিনায়ক বলেন, "দলের ছেলেরা আপাতত ফুরফুরে মেজাজেই রয়েছে ৷ অতীতে কী ঘটেছে তা নিয়ে ভাবতে চাই না ৷ এক একটা ম্য়াচ ধরেই ভাবতে চাই ৷ তাই আপাতত কালকের ম্য়াচেই মনোসংযোগ করছি ৷ আগামিকাল পিচ পরীক্ষা করে তবেই ম্য়াচের প্রথম একাদশ স্থির করা হবে ৷"