পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: লক্ষ্য স্থির রেখে শান্তভাবে এগোতে হবে, বিশ্বকাপ শুরুর আগে জানালেন রোহিত - ক্রিকেট বিশ্বকাপ 2023

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এবারের আইসিসি ওয়ার্ল্ড কাপ ৷ গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার প্রথম ম্যাচ ৷ তার আগে বুধবার এবারের প্রতিযোগিতা ও ভারতের ট্রফি জয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ৷

ETV Bharat
রোহিত শর্মা

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 9:38 PM IST

Updated : Oct 4, 2023, 10:13 PM IST

আমেদাবাদ, 4 অক্টোবর: বৃহস্পতিবার থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে এবারের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আসর ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ৷ এখানকার ক্রিকেট প্রেমীদের আসা দেশে আয়োজিত এবারের বিশ্বকাপে ট্রফি জিতবে টিম ইন্ডিয়া ৷ চড়ছে আশা, প্রত্যাশার পারদ ৷ প্রতিযোগিতা শুরুর আগে বুধবার ভারতীয় ধলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, এখন সময় দলের সদস্যদের শান্ত থাকা ও নিজেদের কাজের প্রতি লক্ষ্যস্থির রাখা ৷

8 অক্টোবর এবারের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ৷ এশিয়া কাপে জয় ও ঘরের মাঠে টেস্ট সিরিজে 2-1 ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে টিম ইন্ডিয়ার জয় স্বাভাবিক ভাবেই রোহিত শর্মা ও তাঁর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়েছে ৷ তবে বৃষ্টির কারণে বিশ্বকাপ শুরু আগে ভারতের প্রস্তুতি ম্যাচগুলি ভেস্তে গিয়েছে ৷ বুধবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের 'ক্যাপ্টেন ডে'য়ের অনুষ্ঠানে রোহিত শর্মা ভারতের এবারের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রসঙ্গে বলেন, "আমি জানি কি বাজি রাখা আছে ৷ দলের সদস্যরাও বিষয়টি জানেন ৷ আমাদের জন্য, এখন সব ভুলে দল হিসেবে আমারা যা করতে পারি সেই দিকে নজর দেওয়ার সময় এখন ৷"

রোহিত চান, যেহেতু বিশ্বকাপ একটি লম্বা সময়ের প্রতিযোগিতা তাই তাঁর নেতৃত্বাধীন দল এখন একটি একটি ম্যাচ নিয়ে ভেবে এগোক ৷ তাঁর কথায়, "বিশ্বকাপের শেষ তিনটি প্রতিযোগিতায় আয়োজক দেশই কাপ জিতেছে ৷ এটা একটা বড় প্রতিযোগিতা এবং নিজের থেকে এখানে বেশি এগিয়ে যেতে পারে না ৷ তাই চেষ্টা করা ও নিজেদের লক্ষ্যে স্থির থাকাটা এই সময়ে বেশি গুরুত্বপূর্ণ ৷"

আরও পড়ুন: মোতেরা এখন নরেন্দ্র মোদি স্টেডিয়াম, একাধিক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই মাঠ

দলের প্রতি ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা প্রসঙ্গে রোহিত এদিন বলেন, "এই প্রত্যাশা সবসময়েই থাকে ৷ তাই এটা নিয়ে ভেবে চিন্তা করলে চলবে না ৷ আমরা কাদের সঙ্গে খেলছি এই নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই, কোথায় কী হচ্ছে তা নিয়েও ভেবে দরকার নেই ৷ আমাদের এখন সময় শান্ত থেকে লক্ষ্যে স্থির থাকা ৷" প্রত্যাশা ও চাপের কথা ভুলে নিজের নিজের কাজে মন দেওয়ার জন্য দলীয় সতীর্থদের পরামর্শ দিয়েছেন রোহিত শর্মা ৷ দেশ বা বিদেশের মাটি প্রত্যাশার চাপ সর্বদাই থাকে বলে মনে করেন রোহিত ৷ তবে মুখে বললেই যে চাপমুক্ত হওয়া যায় না তাও মানেন রোহিত, তাই তিনি জানিয়েছেন, দল ভালো প্রস্তুতি নিয়েছে ৷ তাই দল আত্মবিশ্বাসী ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে দলের খেলোয়াড়দের স্কিল ও এতদিনের প্রস্তুতির উপরই ভরসা রাখতে চান তিনি ৷

Last Updated : Oct 4, 2023, 10:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details