লখনউ, 23 ফেব্রুয়ারি :ক্যারিবিয়ানদের চুনকাম করে এবার মিশন শ্রীলঙ্কা ৷ বৃহস্পতিবার লখনউয়ে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগেরদিনই যদিও খারাপ খবরটা বয়ে এল ভারতীয় শিবিরে (India will play the first T20I against Sri Lanka tomorrow) ৷ ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ডান-পায়ের পেশিতে চোট পাওয়া দীপক চাহারের ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল আগেই ৷ বুধবার সকালে চাহারের পাশাপাশি ইডেনে তৃতীয় ম্যাচের নায়ক সূর্যকুমার যাদবও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজের বাইরে চলে গেলেন ৷
প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে এদিন ভারত অধিনায়ক রোহিত শর্মাও উদ্বেগ প্রকাশ করলেন সূর্যর না-থাকা নিয়ে ৷ দুই ক্রিকেটার আপাতত চোট সারাতে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগদান করবে জানিয়ে রোহিত বলেন, "সূর্যর না-থাকা বড় ধাক্কা আমাদের জন্য (Rohit Sharma says injury of Suryakumar yadav is a big setback for them) ৷ ও দুর্দান্তে ফর্মে রয়েছে ৷ খারাপ লাগছে ওর কথা ভেবে ৷ কিন্তু অনেকেই সুযোগের অপেক্ষায় রয়েছে ৷ এসব বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে না ৷ "