পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rohit Sharma : ক্যাপ্টেন হওয়ার আগেই হেডস্যার দ্রাবিড়ের প্রশংসায় 'হিটম্যান' - BCCI

চলতি বিশ্বকাপের পরই টি-20 ফরম্যাটে টিম ইন্ডিয়ার নেতৃত্বের ব্যাটন সম্ভবত রোহিত শর্মার হাতে উঠতে চলেছে ৷ অর্থাৎ শাস্ত্রী-বিরাট জামানার পর ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দ্রাবিড়-রোহিত জুটির হাতে ৷ শোনা যাচ্ছে, টি-20 ছাড়াও ওয়ান ডে ফরম্যাটেও নেতৃত্ব ছাড়তে পারেন কোহলি ৷ কারণ ঘরের মাঠে 2023 ওয়ান ডে বিশ্বকাপে দ্রাবিড়-রোহিত জুটিকে বেছে নিতে পারে বিসিসিআই ৷

Rohit Sharma
ক্যাপ্টেন হওয়ার আগেই হেডস্যার দ্রাবিড়ের প্রশংসায় 'হিটম্যান'

By

Published : Nov 4, 2021, 3:51 PM IST

আবুধাবি, 4 নভেম্বর : সরকারিভাবে এখনও তাঁর হাতে নেতৃত্বের ব্যাটন ওঠেনি ৷ টি-20 বিশ্বকাপের পরই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে টিম ইন্ডিয়ার নেতা বেছে নেবে বিসিসিআই ৷ কারণ বিশ্বকাপই ক্যাপ্টেন কোহলির শেষ অ্যাসাইনমেন্ট ৷ তারপরই টি-20 ফরম্যাটে নেতা বিরাটের উত্তরসূরি হিসেবে রোহিত শর্মার হাতে দায়িত্ব তুলে দিতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড ৷ তবে এর আগেই রবি শাস্ত্রীর উত্তরসূরি বেছে নিয়েছে বিসিসিআই ৷ বুধবার ভারত-আফগান ম্যাচের মাঝেই টিম ইন্ডিয়ার পরবর্তী প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করে বোর্ড ৷ নেতা হওয়ার আগেই 'হেডস্যার' হিসেবে দ্রাবিড়ের পেয়ে খুশি প্রকাশ করেন রোহিত শর্মা ৷

বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার কোচের পদে দায়িত্ব নিচ্ছেন দ্রাবিড় ৷ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে টিম ইন্ডিয়ার পূর্ণ অধিনায়ক হিসেবে প্রথমবার ২২ গজে নামার সম্ভাবনা প্রবল রোহিতের। তার আগে দ্রাবিড় কোচ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে হিটম্যান ৷ আফগান ম্যাচের পর রোহিত বলেন , "সরকারিভাবে ঘোষণা হয়ে গিয়েছে নাকি ? আমরা তো খেলছিলাম, তাই কিছুই জানি না। ভারতীয় দলে অন্য রূপে ফেরার জন্য ওঁকে অভিনন্দন ৷ ওঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভের সঙ্গে কাজ করতে পেরে নিশ্চয়ই খুব ভাল লাগবে।"

আরও পড়ুন : ম্যাচের মাঝেই ঘোষণা, টিম ইন্ডিয়ার নতুন কোচ রাহুল দ্রাবিড়

রবি শাস্ত্রী পরবর্তী জমানায় কে হবেন টিম ইন্ডিয়ার হেড কোচ ? এ নিয়ে কম জল্পনা হয়নি ৷ বিরাট-রোহিতদের প্রধান কোচের পদে বিসিসিআই থেকে আম ক্রিকেটপ্রেমী সকলেরই পছন্দের তালিকায় এক নম্বরে ছিলেন 'দ্য ওয়াল' ৷ প্রথমে রাজি না-হলেও পরে বিরাট-রোহিতদের হেডস্যার হিসেবে দায়িত্ব নিয়ে রাজি হন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ বুধবার দীপাবলির আগের দিন টিম ইন্ডিয়ার নতুন প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নামে সিলমোহর দেয় বিসিসিআই ৷

টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব পাওয়ার পর দ্রাবিড় বলেন, ‘‘ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হওয়ায় আমি সম্মানিত ৷ আমি সত্যিই এই নতুন ভূমিকার জন্য অপেক্ষা করছি। রবি শাস্ত্রীর অধীনে ভারতীয় দলটি খুব ভাল ফল করেছে ৷ আমি NCA, U-19 এবং India A-তে বেশিরভাগ ছেলেদের সঙ্গে কাজ করেছি ৷ আগামী দু'বছরে কিছু মার্কি মাল্টি-টিম ইভেন্ট রয়েছে এবং আমি তাতে প্রত্যেকের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি ৷’’

ABOUT THE AUTHOR

...view details