দুবাই, 18 অক্টোবর: আইসিসি ওয়ান-ডে ব়্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ উপরে উঠে এলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ বুধবার আইসিসি প্রকাশিত ব়্যাংকিং তালিকায় রোহিত এই মুহূর্তে 6 নম্বরে রয়েছেন ৷ ঘরের মাঠে চলতি বিশ্বকাপে দুরন্ত পারফর্ম্যান্সের জেরে রোহিতের এই উত্থান আইসিসি-র ব়্যাংকিংয়ে ৷ আফগানিস্তানের বিরুদ্ধে 131 রান এবং পাকিস্তানের বিরুদ্ধে 86 রানের দাপুটে ইনিংসের জেরে রেটিং পয়েন্ট অনেকটাই বেড়েছে রোহিতের ৷ তার জেরে 11 নম্বর থেকে একলাফে 6 নম্বরে উঠে এসেছেন ৷
রোহিতের পাশাপাশি সঙ্গে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি করার সুবাদে তিন ধাপ উঠে 3 নম্বরে রয়েছেন কুইন্টন ডি’কক ৷ দক্ষিণ আফ্রিকার উইকেট-কিপার ব্যাটার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে 100 রান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 109 রানের ইনিংস খেলেন বিশ্বকাপে ৷ তাঁর সতীর্থ ভ্যান ডার ডুসেন চার নম্বরে রয়েছেন ৷ অন্যদিকে, ডেঙ্গি থেকে সুস্থ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বিশ্বকাপে অভিষেক করা শুভমন গিল তাঁর 2 নম্বর জায়গা ধরে রেখেছেন ৷ একই সঙ্গে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ওয়ান ডে ব়্যাংকিংয়ে আপাতত 1 নম্বর জায়গা বাঁচিয়ে রাখতে সক্ষম ৷