পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপে দুরন্ত ব্যাটিংয়ের পুরস্কার, ব়্যাংকিংয়ে 6 নম্বরে উঠে এলেন 'হিটম্যান' - আইসিসি

ICC ODI Batters' Rankings: আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি ও পাকিস্তানের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি ৷ যার সুবাদে আইসিসি ওয়ান-ডে ব়্যাংকিংয়ে পাঁচ ধাপ উঠে 6 নম্বরে চলে এলেন রোহিত শর্মা ৷ তাঁর আইসিসি রেটিং 719 পয়েন্ট ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 5:12 PM IST

দুবাই, 18 অক্টোবর: আইসিসি ওয়ান-ডে ব়্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ উপরে উঠে এলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ বুধবার আইসিসি প্রকাশিত ব়্যাংকিং তালিকায় রোহিত এই মুহূর্তে 6 নম্বরে রয়েছেন ৷ ঘরের মাঠে চলতি বিশ্বকাপে দুরন্ত পারফর্ম্যান্সের জেরে রোহিতের এই উত্থান আইসিসি-র ব়্যাংকিংয়ে ৷ আফগানিস্তানের বিরুদ্ধে 131 রান এবং পাকিস্তানের বিরুদ্ধে 86 রানের দাপুটে ইনিংসের জেরে রেটিং পয়েন্ট অনেকটাই বেড়েছে রোহিতের ৷ তার জেরে 11 নম্বর থেকে একলাফে 6 নম্বরে উঠে এসেছেন ৷

রোহিতের পাশাপাশি সঙ্গে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি করার সুবাদে তিন ধাপ উঠে 3 নম্বরে রয়েছেন কুইন্টন ডি’কক ৷ দক্ষিণ আফ্রিকার উইকেট-কিপার ব্যাটার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে 100 রান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 109 রানের ইনিংস খেলেন বিশ্বকাপে ৷ তাঁর সতীর্থ ভ্যান ডার ডুসেন চার নম্বরে রয়েছেন ৷ অন্যদিকে, ডেঙ্গি থেকে সুস্থ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বিশ্বকাপে অভিষেক করা শুভমন গিল তাঁর 2 নম্বর জায়গা ধরে রেখেছেন ৷ একই সঙ্গে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ওয়ান ডে ব়্যাংকিংয়ে আপাতত 1 নম্বর জায়গা বাঁচিয়ে রাখতে সক্ষম ৷

ভারত অধিনায়ক রোহিত শর্মার আইসিসি রেটিং পয়েন্ট এই মুহূর্তে 719 ৷ তাঁর আগে রয়েছেন আয়ারল্যান্ডের হ্যারি টেকটর 729 পয়েন্ট ৷ ডুসেনের 732 পয়েন্ট এবং কুইন্টন ডি’ককের 742 পয়েন্ট ৷ ফলে রোহিতের কাছে সুযোগ রয়েছে আসন্ন কয়েকটি ম্যাচে আইসিসি রেটিং পয়েন্ট বাড়িয়ে তিন নম্বরে উঠে আসার ৷ কারণ, 2 নম্বরে থাকা শুভমন গিল 818 পয়েন্টে রয়েছেন ৷ তাঁর কাছে বরং বিশ্বকাপের সামনের ম্যাচগুলিতে বাবর আজমকে সরিয়ে 1 নম্বর ওয়ান ডে ব্যাটার হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ৷

আরও পড়ুন:বিশ্বজয়ী অধিনায়কের 36 বছরের রেকর্ড ভাঙলেন ডাচ অধিনায়ক স্কট

রোহিত, ডি’ককদের মতো আইসিসি-র বোলারদের ব়্যাংকিংয়ে 2 নম্বরে উঠে এসেছেন ৷ জস হ্যাজেলউডকে সরিয়ে ওয়ান-ডে ক্রিকেটে এক নম্বরে উঠে আসতে আর মাত্র 1 রেটিং পয়েন্ট দরকার বোল্টির ৷ হ্যাজেলউড 660 পয়েন্ট নিয়ে একনম্বরে আছেন ৷ সেখানে বোল্ট 659 পয়েন্ট নিয়ে 2 নম্বরে ৷ বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম্যান্স করতে না-পারায় 3 নম্বরে নেমে গিয়েছেন, এশিয়া কাপের ফাইনালের পর 1 নম্বর ওয়ান ডে বোলারের শিরোপা জেতা মহম্মদ সিরাজ ৷ তাঁর রেটিং পয়েন্ট 656 ৷

ABOUT THE AUTHOR

...view details