বেঙ্গালুরু, 14 মার্চ : পূজারা-রাহানের জুতোয় পা গলানোর সুযোগটা দু'হাতে লুফে নিয়েছে ও ৷ আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে ও আরও পরিশীলিত হবে ৷ কুড়ি-বিশের পর শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজেও চুনকাম করে সতীর্থ শ্রেয়স আইয়ারের স্তুতি অধিনায়ক রোহিত শর্মার গলায় (Rohit Sharma lauds Shreyas Iyer after winning the test series against SL) ৷ পাশাপাশি তাঁর অধিনায়কত্বে অভিষেক টেস্ট সিরিজে একাধিক লক্ষ্য নিয়ে নেমেছিল দল ৷ সেগুলো পূরণ হওয়াতেও খুশি তিনি ৷ জানান মুম্বইকর ৷
সিরিজ জয়ের পর এদিন দলের কয়েকজন সতীর্থের ব্যক্তিগত পারফরম্যান্সের প্রশংসা না-করে থাকতে পারেননি রোহিত (Rohit Sharma praises his other teammates also) ৷ সেই তালিকায় যেমন শ্রেয়স রয়েছেন, তেমনই রয়েছেন পন্থ-জাদেজা-অশ্বিন ৷ কয়েকদিন বাদেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে শ্রেয়স নামবেন তাঁর প্রবলতর প্রতিপক্ষ হয়ে ৷ তাঁর আগে নাইট তারকার পারফরম্য়ান্সে মোহিত ভারত অধিনায়ক বলেন, "টি-20তে যেখানে শেষ করেছিল সেখান থেকেই টেস্ট সিরিজ শুরু করে শ্রেয়স ৷ ও জানত পূজারা-রাহানের মত অভিজ্ঞ ব্যাটারের জুতোয় পা গলাতে চলেছে ও ৷ কিন্তু শ্রেয়সের থেকে যা প্রত্যাশিত ছিল তাই পেয়েছে দল ৷"