পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rohit on Shreyas : কলকাতায় কেন ব্রাত্য কেকেআর ক্যাপ্টেন, ম্যাচ জিতে জানালেন রোহিত - কলকাতাতে কেন ব্রাত্য কেকেআর ক্যাপ্টেন

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রেয়স আইয়ার ৷ সেই দিনেই কলকাতার মাঠে ব্রাত্য কেকেআর ক্যাপ্টেন (Shreyas Iyer was not in playing eleven) ৷ ম্যাচ শেষে রোহিত বলেন, ‘‘শ্রেয়াসের মত ক্রিকেটারকে দলের বাইরে রাখা সবসময় কঠিন ।’’

Indian Cricket News
কলকাতার মাঠে ব্রাত্য কেকেআর ক্যাপ্টেন

By

Published : Feb 17, 2022, 7:56 AM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি : ওয়ান-ডে সিরিজে জয়ের ধারা টি-20 সিরিজের প্রথম ম্যাচেও বজায় রেখেছে টিম ইন্ডিয়া ৷ কলকাতায় টি-20 সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে হারিয়েছে ‘মেন ইন ব্লু’ (India beat WI by six wickets in first T20) ৷ ফলে গ্যালারি শূন্য ইডেনে তিন ম্যাচের সিরিজে 1-0 তে এগিয়ে গিয়েছে ভারত ।

ইডেনে অভিষেক ম্যাচেই দলের জয়ে বড় ভূমিকা নিয়েচেন লেগস্পিনার রবি বিষ্ণোই । ম্যাচের শুরুতেই ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারিতে পা ঠেকিয়ে ফেলেন রাজস্থানের ক্রিকেটার ৷ যদিও বল হাতে ফিরেই প্রায়শ্চিত্ত করলেন তিনি ৷ দুই উইকেট নিয়ে ক্যারিবিয়ান ইনিংসে বড় ধাক্কা দেন । অভিষেক ম্যাচেই ঝুলিতে পোরেন ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কারও ৷ তরুণ লেগস্পিনারের প্রশংসায় ভারতের পঞ্চমুখ অধিনায়ক রোহিত শর্মা । ম্যাচ শেষে মুম্বইকর বলেন, ‘‘বিষ্ণোই প্রতিভাবান ক্রিকেটের । তাই ওকে দলে সুযোগ দিতে দ্বিধা করিনি । ওর বোলিংয়ে আলাদা কিছু রয়েছে, যা আমাদের চোখে পড়েছিল । ওর হাতে বৈচিত্র্য রয়েছে, যা আমাদের বোলিং বিভাগে আলাদা মাত্রা যোগ করেছে ।’’

সাত বল বাকি থাকতেই কায়রন পোলার্ডের দলের ছুঁড়ে দেওয়া 158 রানের লক্ষ্যমাত্রা হাসিল করেছে ভারত ৷ সৌজন্যে রোহিত শর্মার অধিনায়কোচিত 40 রানের ইনিংস ৷ রান পেয়েছেন আরেক ওপেনার ইশান কিষান এবং সূর্যকুমার যাদবও ৷ অধিনায়ক বলছেন, ‘‘ম্যাচটা আরেকটু আগে শেষ করা যেত । তবে দলের জয়ে আমি খুশি । এই জয় থেকে অনেক আত্মবিশ্বাস নিয়ে পরের ম্যাচে নামতে পারব ।’’

আরও পড়ুন : IND vs WI First T20 : সহজ জয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-20 সিরিজে অভিযান শুরু টিম ইন্ডিয়ার

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রেয়স আইয়ার ৷ সেই দিনেই কলকাতার মাঠে ব্রাত্য কেকেআর ক্যাপ্টেন ৷ রোহিত বলেন, ‘‘শ্রেয়াসের মত ক্রিকেটারকে দলের বাইরে রাখা সবসময় কঠিন । কিন্তু আমাদের প্রয়োজন ছিল এমন একজনকে যে বলটা করতে পারবে । শ্রেয়সও সেটা জানে যে দলের কোন সময় কাকে প্রয়োজন ৷ দলের মধ্যে এই ধরনের প্রতিযোগিতা সবসময় ভাল । আমি এই ধরনের প্রতিযোগিতায় খুশি ।’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details