কলকাতা, 17 ফেব্রুয়ারি : ওয়ান-ডে সিরিজে জয়ের ধারা টি-20 সিরিজের প্রথম ম্যাচেও বজায় রেখেছে টিম ইন্ডিয়া ৷ কলকাতায় টি-20 সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে হারিয়েছে ‘মেন ইন ব্লু’ (India beat WI by six wickets in first T20) ৷ ফলে গ্যালারি শূন্য ইডেনে তিন ম্যাচের সিরিজে 1-0 তে এগিয়ে গিয়েছে ভারত ।
ইডেনে অভিষেক ম্যাচেই দলের জয়ে বড় ভূমিকা নিয়েচেন লেগস্পিনার রবি বিষ্ণোই । ম্যাচের শুরুতেই ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারিতে পা ঠেকিয়ে ফেলেন রাজস্থানের ক্রিকেটার ৷ যদিও বল হাতে ফিরেই প্রায়শ্চিত্ত করলেন তিনি ৷ দুই উইকেট নিয়ে ক্যারিবিয়ান ইনিংসে বড় ধাক্কা দেন । অভিষেক ম্যাচেই ঝুলিতে পোরেন ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কারও ৷ তরুণ লেগস্পিনারের প্রশংসায় ভারতের পঞ্চমুখ অধিনায়ক রোহিত শর্মা । ম্যাচ শেষে মুম্বইকর বলেন, ‘‘বিষ্ণোই প্রতিভাবান ক্রিকেটের । তাই ওকে দলে সুযোগ দিতে দ্বিধা করিনি । ওর বোলিংয়ে আলাদা কিছু রয়েছে, যা আমাদের চোখে পড়েছিল । ওর হাতে বৈচিত্র্য রয়েছে, যা আমাদের বোলিং বিভাগে আলাদা মাত্রা যোগ করেছে ।’’