জয়পুর, 16 নভেম্বর : বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে টি-20 ক্রিকেটে নেতৃত্বের ব্যাটন উঠেছে রোহিত শর্মার হাতে ৷ বুধবার গোলাপি শহরে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার নেতা হিসেবে অভিষেক হচ্ছে রোহিতের ৷ এই সিরিজে খেলছেন না কোহলি ৷ প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে দলে বিরাটের গুরুত্বের কথা জানালেন 'হিটম্যান' ৷
সংক্ষিপ্ত ফরম্যাটে দীর্ঘদিন বিরাটের ডেপুটি হিসেবে টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলেছেন রোহিত ৷ বিরাটের অনুস্থিতিতে এশিয়া কাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন 'হিটম্যান' ৷ কিন্তু এবার আর অস্থায়ী নয়, টি-20 ফরম্যাটে ভারতীয় দলের নেতা এখন রোহিত ৷ কিউয়ি সিরিজ দিয়েই অভিষেক হচ্ছে ক্যাপ্টেন রোহিতের ৷
টি-20 ক্রিকেট থেকে অবসর না-নিলেও এখনই রোহিতের নেতৃত্বে খেলা হচ্ছে না কোহলির ৷ কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাটকে ৷ মঙ্গলবার প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে বিরাটকে নিয়ে রোহিত বলেন, "বিরাট ফিরলে দলের শক্তি বাড়বে ৷ বিরাটের ভূমিকার কোনও পরিবর্তন হবে না ৷ আগে যা ছিল, তাই থাকবে ৷ ও দলের গুরুত্বপূর্ণ সদস্য ৷ ও খেললে দলে তার প্রভাব পড়বে ৷ ম্যাচে সবসময় ও ছাপ রাখে ৷"