পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'যতবার ভাবছি হতাশ লাগছে', বিশ্বকাপ হারের পর প্রথম ভিডিয়োবার্তায় বললেন রোহিত - India Loss On The CWC Final

Rohit Sharma on How He Digested the Loss: এখনও যতবার তিনি বিশ্বকাপ ফাইনালে হারের কথা ভাবছেন ততই হতাশ লাগছে তাঁর ৷ বিশ্বকাপ হারের পর প্রথমবার অনুরাগীরদের উদ্দেশ্য়ে আবেগী ভিডিয়োবার্তা রোহিত শর্মার ৷

Rohit Sharma on How He Digested the Loss On The CWC Final
বিশ্বকাপ হারের পর চোখের জল লুকিয়ে প্রথম ভিডিয়োবার্তা রোহিতের

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 3:30 PM IST

Updated : Dec 13, 2023, 3:36 PM IST

মুম্বই, 13 ডিসেম্বর:কেটে গিয়েছে বেশ অনেকগুলো দিন ৷ তবু 19 নভেম্বরের ক্ষতে যেন প্রলেপ পড়ছে না ৷ জুতোর উঠে থাকা পেরেকের মতোই সে যন্ত্রণা ক্রমাগত পীড়া দিয়ে চলেছে ক্রিকেটপ্রেমীদের ৷ টানা দশ ম্যাচ অজেয় থাকার পর সবরমতীতে সলিল সামাধি হয়েছিল ভারতের বিশ্বজয়ের ৷ প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার সামনে সেদিন কোনওভাবেই দাঁড়াতে পারেনি ভারত ৷ চোখের জল লুকিয়ে ক্লান্ত পা টানতে টানতে মাঠ ছেড়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ হিটম্যানের এই রূপ এর আগে কোনওদিন দেখেনি ক্রিকেট বিশ্ব ৷ গোটা সিরিজে দলের জন্য় নিজের খেলার ধরনটাই বদলে ফেলেছিলেন রোহিত ৷ সেঞ্চুরি আর মাইলস্টোনের দিকে দৃকপাত না-করে হয়ে উঠেছিলেন 'সুইসাইড বম্বার' ৷ ফাইনালেও তো ঠিক তাই করেছিলেন 'রো-হিট' ৷ কিন্তু ভাগ্য সেদিন বাঁকা হাসি হেসেছিল তাঁকে দেখে ৷ আর তাই কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন হওয়ার সৌভাগ্য হয়নি তাঁর ৷ বুধবার সেই অনুভূতির কথাই একটি ভিডিয়োবার্তায় জানালেন ভারত অধিনায়ক ৷

মুম্বই ইন্ডিয়ানসের এক্স হ্যান্ডেলে শেয়ার হওয়া এই ভিডিয়োর শুরুতেই তিনি জানান, হার হজম করাটা ভীষণ কঠিন ছিল তাঁর জন্য় ৷ রোহিত বলেন, "কীভাবে ঘুরে দাঁড়াব তা নিয়ে আমার সত্যিই কোনও ধারণা ছিল না ৷ প্রথম কয়েকদিন তো বুঝতে পারছিলাম না কী করব? পরিবার এবং বন্ধুরা আমাকে এগিয়ে যেতে সাহায্য় করেছে ৷ তাঁরা বিষয়টাকে হালকা করার চেষ্টা করেছে ৷ এটা সত্যিই সাহায্য করেছে ৷ হার হজম করা সহজ ছিল না ৷ কিন্তু জীবন এভাবেই এগিয়ে চলে ৷ কিন্তু সত্যি এই হার হজম করাটা খুব কঠিন ছিল ৷"

এর আগে টি-20 বিশ্বকাপ জিতেছেন তিনি ৷ কিন্তু ওডিআই বিশ্বকাপ জয়ী দলে তিনি ছিলেন না ৷ আর তাই এবার ওয়ানডে বিশ্বকাপ হাতে তোলার জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন ৷ তিনি বলেন,"আমি বড় হয়েছি 50 ওভারের ক্রিকেট বিশ্বকাপ দেখে ৷ আর তাই আমার কাছে সেটাই হল সর্বোচ্চ পুরস্কার ৷ এতগুলো বছর আমরা তৈরি হয়েছি এই বিশ্বকাপের জন্য় ৷ এটা ভীষণ হতাশাজনক যদি শেষ পর্যন্ত আপনি না পারেন ৷ বিশেষত যে স্বপ্নটা আপনি এতদিন ধরে দেখেছেন ৷"

তিনি এও জানান, তাঁদের যতটা করা সম্ভব ছিল তাঁরা করেছেন ৷ রোহিত বলেন, "কেউ যদি জিজ্ঞাসা করেন, কী ভুল হল? কারণ আমরা তো দশটা ম্যাচ জিতেছিলাম ৷ এই দশটা ম্য়াচেও আমরা ভুল করেছি ৷ প্রত্যেকটা ম্যাচেই ভুল হয় ৷ কোনও ম্যাচ নেই যেখানে কোনও ভুল নেই ৷ হয়তো এমন ম্যাচ হতে পারে যা পারফেক্টের কাছাকাছি ৷ তবে পুরোপুরি পারফেক্ট ম্য়াচ বলে কিছু নেই ৷ যদিও অন্য়দিকটা দেখি তাহলে বলতেই হবে আমদের টিম খুব ভালো খেলেছে ৷ আমার তা নিয়ে গর্ববোধ হয় ৷ কারণ এমন পারফরম্যান্স প্রত্য়েক বিশ্বকাপে হয় না ৷"

রোহিতের মতে, টিম যেভাবে ফাইনাল পর্যন্ত খেলেছে তাতে সমর্থকরা নিশ্চয়ই গর্বিত বোধ করবেন ৷ হ্য়াঁ ফাইনালের পর ফিরে আসাটা সত্যিই কঠিন ছিল ৷ তিনি বলেন, "আমি ঠিক করেছিলাম এই পরিস্থিতি থেকে মনকে সরিয়ে নিতে কোথাও থেকে ঘুরে আসা যাক ৷ কিন্তু যেখানেই থাকি না কেন মানুষ আমার কাছে এসেছেন, তাঁরা আমাদের খেলার প্রশংসা করেছেন ৷...আমি সকলের অনুভূতিটা বুঝতে পারছি ৷ তাঁরাও আমাদের সঙ্গে ট্রফি জয়ের স্বপ্ন দেখেছিলেন ৷" যেখানে ভারতীয় দল গিয়েছে সকলে সমর্থন করেছেন জানালেন রোহিত ৷ তাঁর কথায়,"যতবার একথা ভাবছি তত হতাশ লাগছে ৷ কারণ আমরা জিততে পারিনি ৷ তবে মানুষ আমার কাছে এসেছেন ৷ তাঁরা একটুও ক্ষোভ দেখাননি ৷ এটা আমার ভালো লেগেছে ৷"

আরও পড়ুন:

  1. ভিলেন বৃষ্টি! কাজে এল না রিঙ্কুর প্রথম আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি, 5 উইকেট হার ভারতের
  2. রিঙ্কু ম্যাজিকে সঙ্গত সূর্যর! বৃষ্টিবিঘ্নিত পোর্ট এলিজাবেথে প্রোটিয়াদের বিরুদ্ধে লড়াকু স্কোর ভারতের
  3. বৃষ্টির ভ্রুকুটি এড়িয়ে পোর্ট এলিজাবেথে যথাসময়েই হল টস, হেরে প্রথমে ব্যাট করছে সূর্যর ভারত
Last Updated : Dec 13, 2023, 3:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details