কলকাতা, 15 ফেব্রুয়ারি: জাতীয় দলের অধিনায়ক হিসেবে বুধবার প্রথম পয়মন্ত ইডেনে ম্যাচ খেলবেন রোহিত গুরুনাথ শর্মা ৷ কিন্তু প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার মেজাজ হারিয়ে বসলেন মুম্বইকর ৷ প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সমর্থনে ব্যাট ধরে সাংবাদিকদের কার্যত ধমকে দিলেন 'হিটম্যান' (Rohit Sharma lashes out media on Virat Kohli issue) ৷ বুধবার ক্রিকেটের নন্দনকানন দর্শকশূন্য থাকলেও আকাশে-বাতাসে রয়েছে বিরাটের বড় রানে ফেরার আকুতি ৷ আর টি-20 সিরিজ আগেরদিন সাংবাদিক সম্মেলনে বিরাট ইস্যুতে সাংবাদিকদের চুপ থাকার আকুতি জানালেন ভারত অধিনায়ক (Rohit Sharma backs Virat Kohli) ৷
প্রথম ম্যাচের 24 ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে এসে দলের প্রস্তুতি নিয়ে তো কথা বললেনই, পাশাপাশি বিরাটের সমর্থনে ব্যাট ধরে রোহিত বললেন, "আমার মনে হয় সংবাদমাধ্যম কোহলির বিষয়ে একটু চুপ থাকলে ভাল হয়। ওর সমস্যা ও নিজেই সামলে নিতে পারবে। এক দশকের বেশি সময় ধরে আর্ন্তজাতিক ম্যাচ খেলা ক্রিকেটাররা জানে কীভাবে চাপ সামলাতে হয়। বিরাটের উপর চাপ সংবাদমাধ্যমরেই তৈরি করা। তাই আপনারা যদি একটু চুপ থাকেন তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে বলে মনে হয় ৷"