কলকাতা, 21 নভেম্বর : পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে জাতীয় দলের দায়িত্ব গ্রহণের পর ইডেনে এটাই প্রথম ম্যাচ রোহিত শর্মার ৷ অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচেও ব্য়াট হাতে মুম্বইরকরকে খালি হাতে ফেরাল না ক্রিকেটের নন্দনকানন ৷ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-20 ম্য়াচে অধিনায়কের অর্ধশতরানে ভর করেই কিউয়িদের বড় রানের লক্ষ্য়মাত্রা দিল টিম ইন্ডিয়া ৷ হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে গাপটিলদের করতে হবে 185 রান ৷
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় বেল বাজিয়ে এদিন প্রথমবার ঘরের মাঠে কোনও আন্তর্জাতিক ম্য়াচের শুভ সূচনা করলেন ৷ ম্যাচ দেখতে এদিন ইডেনে হাজির রাজ্যপাল জগদীপ ধনকড়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, মহানাগরিক ফিরহাদ হাকিম। সবমিলিয়ে বলা যায় স্বাভাবিক ছন্দে ফিরল ইডেন ৷ তার আগে অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে টসে জয়ের হ্য়াটট্রিক সেরে নিয়েছেন রোহিত ৷ তবে জয়পুর, রাঁচির মত এদিন রান তাড়া করার পথে হাঁটেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক ৷ শীতের শুরুতে কলকাতায় শিশিরের যথেষ্ট দাপট জেনেও প্রথমে ব্য়াটিংয়ের ঝুঁকি নেন রোহিত ৷ লক্ষ্য় ছিল বিপক্ষের ঘাড়ে রানের বোঝা চাপিয়ে দেওয়া ৷