লখনউ, 29 অক্টোবর: লখনউয়ের একানা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবার বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচ খেলতে নামছে ভারত ৷ অধিনায়ক হিসেবে এদিন একটি বিশেষ মাইলফলক ছুঁয়ে ফেলবেন 'হিটম্যান' ৷ 100তম ম্যাচে ভারতের জার্সিতে নেতৃত্ব দিচ্ছেন রোহিত ৷ স্বভাবতই সেই দিনটিকে স্মরণীয় করে রাখাই লক্ষ্য রোহিতের ৷ তাঁর ব্যাট থেকে রান আসার পাশাপাশি ভারত এই ম্যাচ জিতলে ম্যাচটি প্রকৃত অর্থেই স্মরণীয় হয়ে থেকে যাবে ৷ উল্লেখ্য, 2020 সালের টি-20 বিশ্বকাপের পর বিরাট কোহলি ধীরে ধীরে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে আসেন ৷ সে সময় থেকেই রোহিত ভারতের পূর্ণসময়ের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ৷
আজ লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে যখন রোহিত টস করতে যাবেন, সেটি হবে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে 100তম টস ৷ রোহিত এখনও পর্যন্ত যে 99টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে 39টি ওয়ান-ডে, 51টি টি-20 আন্তর্জাতিক এবং 9টি টেস্ট ম্যাচ রয়েছে ৷ 39 ওয়ান-ডে ম্যাচে রোহিত সাফল্যের হার 76.31 শতাংশ ৷ সেখানে টি-20তে 76.47 শতাংশ এবং টেস্ট ক্রিকেটে 71.42 শতাংশ ৷