কলম্বো, 12 সেপ্টেম্বর: ষষ্ঠ ভারতীয় হিসেবে ওয়ান ডে ক্রিকেটে 10 হাজার রানের মাইলফলক পার করলেন রোহতি শর্মা ৷ মঙ্গলবার এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই কীর্তি গড়লেন তিনি ৷ প্রেমদাসার মন্থর পিচে 48 বলে 53 রানের ইনিংস খেলেন রোহিত ৷ তিনি ইনিংসে 7টি বাউন্ডারি এবং 2টি ওভার-বাইন্ডারি মারেন ৷ ভারত দ্বিতীয় ইনিংসে 47 ওভারে 9 উইকেট হারিয়ে 197 রান করেছে ৷
এ দিন শ্রীলঙ্কার কাসুন রাজিথাকে লং-অফের উপর দিয়ে একটি ছয় মেরে 10 হাজার রানের মাইলফলক পার করেন রোহিত ৷ ভারত অধিনায়ক দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ 241 ইনিংসে 10 হাজার রানের গণ্ডি পেরিয়েছেন রোহিত ৷ এই তালিকায় বিরাট কোহলি সবার আগে রয়েছেন ৷ বিরাট 205 ইনিংসে ওয়ান-ডে ক্রিকেটে 10 হাজার রানের গণ্ডি পেরিয়েছেন ৷
আরও পড়ুন:রোহিত-রাহুল-ঈশানদের লড়াই, কলম্বোর মন্থর পিচে শ্রীলঙ্কান স্পিনারদের দাপট