পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs NZ 2nd ODI: ব্যাট করবেন না বল? টস জিতে রোহিতের সাময়িক স্মৃতিভ্রম রায়পুরে - রোহিতের সাময়িক স্মৃতিভ্রম

দূর্বল স্মৃতি শক্তি ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma Short Time Memory) ! এমনই ঘটনা ঘটল রায়পুরের স্টেডিয়ামে ৷ টস জিতে ব্যাটিং করবেন নাকি বোলিং সেটাই ভুলে গেলেন রোহিত ৷

Rohit Sharma Short Time Memory ETV BHARAT
Rohit Sharma Short Time Memory

By

Published : Jan 21, 2023, 3:08 PM IST

রায়পুর, 21 জানুয়ারি: টস জিতে বোলিং করবেন না ব্যাটিং ? এই সিদ্ধান্ত সাধারণ টসের আগে ড্রেসিংরুমে টিম মিটিংয়ে ঠিক হয়ে যায় ৷ মাঠে টস জিতলে সংশ্লিষ্ট দলের অধিনায়ক সেইমতো সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ৷ কিন্তু, মাঠে নেমে সেই টিম মিটিংয়ের সেই সিদ্ধান্ত অধিনায়ক ভুলে গিয়েছেন, এমনটা ঘটনা অপ্রতুল ৷ অন্তত আন্তর্জাতিক ক্রিকেটে তো নয়ই ৷ কিন্তু শনিবার রায়পুরের মাঠে সেটাই হল ৷ টস জিতে বোলিং না ব্যাটিং করবেন, সেটাই ভুলে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma Forgot What He Wants to do) ৷

এদিন হোম টিমের অধিনায়ক হিসেবে টসের কয়েন তোলেন রোহিত ৷ প্রতিপক্ষ অধিনায়ক টম ল্যাথাম হেড কল করেন, কিন্তু আসে টেল ৷ রোহিত টস জেতেন ৷ সঞ্চালক রবি শাস্ত্রী এবং ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ তাঁকে প্রশ্ন করেন, ব্যাটিং না বোলিং কী করবেন তিনি ? কিন্তু তখনই বাঁধে গণ্ডগোল ৷ বোলিং না ব্যাটিং বাছবেন, সেটাই ভুলে যান রোহিত ৷ পিচের পাশে দাঁড়িয়ে মাথা চুলকোতে দেখা যায় রোহিতকে ৷ আর রোহিতের সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে থাকেন শ্রীনাথ এবং টম ল্যাথাম ৷ একটা সময় অপেক্ষা এতটাই দীর্ঘ হয়ে যায়, যে তাঁরা হাসতে শুরু করেন ৷

কয়েক সেকেন্ড পর বহু কষ্টে টিম মিটিংয়ে হওয়া সিদ্ধান্ত মনে পড়ে রোহিতের ৷ তারপর তিনি জানান, ভারত আগে বোলিং করবে ৷ টসের পর সাক্ষাৎকার রোহিত সঞ্চালককে জানান, তিনি ভুলেই গিয়েছিলেন টিম মিটিংয়ের সিদ্ধান্ত ৷ রোহিত বলেন, "আমি ভুলে গিয়েছিলাম আমরা কী করব ৷ টসের সিদ্ধান্ত নিয়ে টিম মিটিংয়ে অনেক আলোচনা হয়েছিল ৷" কিন্তু, তাই বলে টস জিতলে ব্যাটিং নেবেন না বোলিং, এই একটা বিষয় মনে রাখতে পারেননি ভারতীয় অধিনায়ক !

আরও পড়ুন:দ্বিতীয় ওয়ান’ডে-তে ভারতের কাঁটা প্রতিপক্ষের টেল এন্ডার

যদিও, এটা প্রথমবার নয় ৷ অধিনায়ক হওয়ার পর, সাংবাদিক বৈঠকে এমনকি টসের পর চূড়ান্ত একাদশে অভিষেক করা ক্রিকেটারের নামও ভুলে গিয়েছিলেন রোহিত ৷ সেবার তাঁর যুক্তি ছিল, নাম মনে রাখার ব্যাপারে তাঁর স্মৃতি খুবই দূর্বল ৷ কিন্তু, টিম মিটিংয়ে টস নিয়ে কী সিদ্ধান্ত হয়েছে, সেটা ভুলে যাওয়া রোহিতের দূর্বল স্মৃতি শক্তির চরম উদাহরণ হিসেবে থেকে গেল ৷

ABOUT THE AUTHOR

...view details