রায়পুর, 21 জানুয়ারি: টস জিতে বোলিং করবেন না ব্যাটিং ? এই সিদ্ধান্ত সাধারণ টসের আগে ড্রেসিংরুমে টিম মিটিংয়ে ঠিক হয়ে যায় ৷ মাঠে টস জিতলে সংশ্লিষ্ট দলের অধিনায়ক সেইমতো সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ৷ কিন্তু, মাঠে নেমে সেই টিম মিটিংয়ের সেই সিদ্ধান্ত অধিনায়ক ভুলে গিয়েছেন, এমনটা ঘটনা অপ্রতুল ৷ অন্তত আন্তর্জাতিক ক্রিকেটে তো নয়ই ৷ কিন্তু শনিবার রায়পুরের মাঠে সেটাই হল ৷ টস জিতে বোলিং না ব্যাটিং করবেন, সেটাই ভুলে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma Forgot What He Wants to do) ৷
এদিন হোম টিমের অধিনায়ক হিসেবে টসের কয়েন তোলেন রোহিত ৷ প্রতিপক্ষ অধিনায়ক টম ল্যাথাম হেড কল করেন, কিন্তু আসে টেল ৷ রোহিত টস জেতেন ৷ সঞ্চালক রবি শাস্ত্রী এবং ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ তাঁকে প্রশ্ন করেন, ব্যাটিং না বোলিং কী করবেন তিনি ? কিন্তু তখনই বাঁধে গণ্ডগোল ৷ বোলিং না ব্যাটিং বাছবেন, সেটাই ভুলে যান রোহিত ৷ পিচের পাশে দাঁড়িয়ে মাথা চুলকোতে দেখা যায় রোহিতকে ৷ আর রোহিতের সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে থাকেন শ্রীনাথ এবং টম ল্যাথাম ৷ একটা সময় অপেক্ষা এতটাই দীর্ঘ হয়ে যায়, যে তাঁরা হাসতে শুরু করেন ৷