পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rohit Sharma injury : চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে অনিশ্চিত রোহিত - চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে অনিশ্চিত রোহিত

চোটের কারণে প্রোটিয়া সফরে টেস্ট সিরিজে নাও খেলা হতে পারে সহ-অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma doubtful for Test series in South Africa due to injury) ৷ আগামী বৃহস্পতিবার প্রোটিয়া সফরে উড়ে যাওয়ার আগে মুম্বইকর ব্যাটার অনুশীলনে চোট পেয়েছেন বলে খবর ৷

Rohit Sharma injury
চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে অনিশ্চিত রোহিত

By

Published : Dec 13, 2021, 6:50 PM IST

Updated : Dec 13, 2021, 8:49 PM IST

মুম্বই, 13 ডিসেম্বর: দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে ভারতীয় শিবিরে বড়সড় ধাক্কা ৷ চোটের কারণে প্রোটিয়া সফরে টেস্ট সিরিজে নাও খেলা হতে পারে সহ-অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma doubtful for Test series in South Africa due to injury) ৷ আগামী বৃহস্পতিবার প্রোটিয়া সফরে উড়ে যাওয়ার আগে মুম্বইকর ব্যাটার অনুশীলনে চোট পেয়েছেন বলে খবর ৷সেই চোট এতটাই গুরুতর যে ডিন এলগারদের বিরুদ্ধে পাঁচদিনের সিরিজে অনিশ্চিত চলে 'হিটম্যান' ৷

রোহিতের কভার হিসেবে ভারতীয়-এ দলের অধিনায়ক প্রিয়ঙ্ক পাঞ্চালকে ডেকে নিয়েছে বিসিসিআই ৷ খবর তেমনই ৷ সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে এ দলের হয়ে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন 31 বছরের গুজরাত ব্যাটার ৷ তাছাড়া ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ছন্দে রয়েছেন পাঞ্চাল ৷ প্রোটিয়াদের দেশে প্রথম আনঅফিসিয়াল টেস্টে 96 রানে অধিনায়কোচিত ইনিংস খেলেছিলেন পাঞ্চাল ৷

Last Updated : Dec 13, 2021, 8:49 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details