মুম্বই, 7 জানুয়ারি: আফগানিস্তানের বিরুদ্ধে 11 জানুয়ারি থেকে শুরু হতে চলা তিন ম্যাচের টি-20 আন্তর্জাতিকের দল ঘোষণা করল জাতীয় দলের নির্বাচক কমিটি ৷ যেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ফের একবার টি-20 আন্তর্জাতিকের পরিকল্পনায় ফেরানো হল ৷ আর শুধু ফিরলেন না, টি-20 দলের অধিনায়ক হয়েই দলে ফিরলেন রোহিত ৷ আজ অজিত আগরকরের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের জাতীয় নির্বাচক কমিটি এবং কোচ রাহুল দ্রাবিড় মিলে 16 জনের প্রাথমিক দল বাছাই করেছেন ৷
টি-20 বিশ্বকাপের আগে জাতীয় দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফিরবেন, তা প্রায় চূড়ান্ত ছিল ৷ দুই সিনিয়র ক্রিকেটার আফগানদের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েও দিয়েছিলেন ৷ আর হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবের অনুপস্থিতিতে দুই সিনিয়র ক্রিকেটার যে দলে ফিরছেন তা নিয়ে সংশয় থাকার কথাও নয় ৷ কিন্তু, একটা প্রশ্ন থেকেই যাচ্ছিল ৷ টেস্ট ও ওয়ান-ডে দলের অধিনায়ক রোহিত কি টি-20’তে অধিনায়ক হবেন ? নাকি, একজন ওপেনার হিসেবে দলে ঢুকবেন ?
আজ দল 16 জনের দল ঘোষণার সঙ্গেই সেই জল্পনার অবসান হল ৷ রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে দলে সামিল করা হয়েছে ৷ এ দিন ঘোষিত দলে রোহিতের সঙ্গে যস্বশী জয়সওয়াল এবং শুভমন গিল রয়েছেন ওপেনার হিসেবে ৷ কিন্তু প্রশ্ন হল, রোহিতের সঙ্গে ওপেন কে করবেন ? টেস্টে শুভমন তিননম্বরে খেলছেন ৷ যেমনটা ঘরোয়া টুর্নামেন্টে খেলতেন ৷ কিন্তু, লিমিটেড ওভার ফরম্যাটে তিননম্বরে আগাগোড়া খেলে এসেছেন বিরাট কোহলি ৷ সেক্ষেত্রে যস্বশী এবং শুভমন দু’জনেই খেললে, স্বাভাবিকভাবে যস্বশী রোহিতের সঙ্গে ওপেন করবেন ৷ তাহলে কি শুভমন গিলকে এবার চার নম্বরে দেখা যাবে ?