সিডনি, 27 অক্টোবর: ভারতকে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সম্ভব হবে, এমনটা প্রত্য়াশা করেননি অতি বড় নেদারল্যান্ডস সমর্থকও ৷ অন্যদিকে অপেক্ষাকৃত সহজ ম্যাচ হলেও সিডনিতে ডাচ-যুদ্ধে নামার আগে ভারতীয় ম্য়ানেজমেন্ট চিন্তায় ছিল দলের টপ-অর্ডার নিয়ে ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে সেই চিন্তা কমল অনেকটাই ৷ কেএল রাহুল রান না-পেলেও রান এল সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাটে ৷ বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে সঙ্গে নেদারল্যান্ডস ম্যাচে অর্ধশতরান করলেন 'স্কাই' এবং 'হিটম্যান' ৷ রানে ফেরার পাশাপাশি এদিন এসসিজি-তে একটি নজিরও গড়লেন ভারত অধিনায়ক ৷
যুবরাজ সিং-কে টপকে বিশ্বকাপে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজিরটা নিজের নামে করে নিলেন মুম্বইকর (Rohit Sharma breaks Yuvraj Singhs record) ৷ সিডনিতে এদিন 53 রানের ইনিংস খেলার পথে 3টি ছক্কা হাঁকান রোহিত ৷ আর তৃতীয় ছক্কাটি মেরেই কুড়ি-বিশের বিশ্বকাপে 34টি ছক্কার নজির গড়ে ফেলেন ভারত অধিনায়ক ৷ যা ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৷ এতদিন এই নজির ছিল যুবরাজ সিংয়ের (33) নামে ৷