পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rohit breaks Kohli's record : প্রিয় ইডেনে কোহলির নজির ভাঙলেন রোহিত - প্রিয় ইডেনে কোহলির আরও এক নজির ভাঙলেন রোহিত

কোহলিকে হাফ-সেঞ্চুরির নিরিখে ছাপিয়ে যাওয়ার পাশাপাশি 'পয়া' ইডেনে এদিন আরও একটি মাইলস্টোন এল অধিনায়ক রোহিতের ব্য়াটে ৷ মার্টিন গাপটিলের পর আন্তর্জাতিক টি-20তে দ্বিতীয় ব্য়াটার হিসেবে 150তম ছক্কা হাঁকালেন 'হিটম্যান' ৷

Rohit breaks Kohli's record
প্রিয় ইডেনে কোহলির আরও এক নজির ভাঙলেন রোহিত

By

Published : Nov 21, 2021, 10:25 PM IST

কলকাতা, 21 নভেম্বর : অধিনায়কোচিত ইনিংসে দলের বড় রানের ভিত গড়াই কেবল নয়, প্রিয় মাঠ ইডেনে পূর্বতন ইডেনে রবিবাসরীয় সন্ধ্য়ায় পূর্বতন অধিনায়কের 'বিরাট' নজির ভাঙলেন রোহিত শর্মা ৷ ধোনির শহরে আন্তর্জাতিক টি-20তে হাফ-সেঞ্চুরির নিরিখে বিরাট কোহলিকে স্পর্শ করেছিলেন রোহিত ৷ রবিবার সৌরভের শহরে কোহলিকে ছাপিয়ে গেলেন মুম্বইকর ব্য়াটার ৷ কিউয়িদের বিরুদ্ধে এদিন আন্তর্জাতিক টি-20তে 30তম হাফ-সেঞ্চুরি এল রোহিত শর্মার ব্য়াটে ৷

অন্য়দিকে অধিনায়কত্ব থেকে অব্য়াহতি নেওয়ার পর চলতি সিরিজে বিশ্রামে থাকা কোহলির ঝুলিতে আপাতত 29টি হাফসেঞ্চুরি ৷ গত ম্য়াচে টি-20 ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহের নিরিখে কোহলিকে টপকে গিয়েছিলেন কিউয়ি ওপেনার মার্টিন গাপটিল ৷ অর্থাৎ, পরপর দু'দিন আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দু-দু'টো নজির হারালেন ব়্য়াংকিংয়ে আট নম্বরে থাকা ব্য়াটার ৷

উল্টোদিকে কোহলিকে হাফসেঞ্চুরির নিরিখে ছাপিয়ে যাওয়ার পাশাপাশি 'পয়া' ইডেনে এদিন আরও একটি মাইলস্টোন এল অধিনায়ক রোহিতের ব্য়াটে ৷ মার্টিন গাপটিলের পর আন্তর্জাতিক টি-20তে দ্বিতীয় ব্য়াটার হিসেবে 150তম ছক্কা হাঁকালেন 'হিটম্যান' ৷

আরও পড়ুন :IND vs NZ 3rd T20I : 'পয়া' ইডেনে পথ দেখালেন রোহিতই, হোয়াইটওয়াশের লক্ষ্যে কিউয়িদের বড় রানের টার্গেট

ইডেনে এদিন ভারত অধিনায়কের 31 বলে 56 রানের ইনিংসে ছিল 5টি চার, 3টি ছয় ৷ মূলত রোহিতের ব্য়াটেই হোয়াইটওয়াশের লক্ষ্য়ে কিউয়িদের এদিন 185 রানের টার্গেট দেয় ভারত ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details