নয়াদিল্লি, 11 অক্টোবর: আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলে টপকে গেলেন রোহিত শর্মা ৷ সর্বাধিক ছয় মারার নিরিখে 'ইউনিভার্স বস'কে টপকে গেলেন 'হিটম্যান' ৷ এতদিন আন্তর্জাতিক ক্রিকেট গেইলের 553টি ছয় মারার রেকর্ড ছিল ৷ এ দিনের ম্যাচের আগে রোহিতের 551টি ছয় ছিল ৷ আফগান বোলারদের বিরুদ্ধে 3টি ছয় মারতেই সর্বাধিক ছক্কা হাঁকানোর নিরিখে গেলইকে টপকে যান রোহিত ৷ পাশাপাশি এদিন ব্যাট হাতে একাধিক রেকর্ড ভাঙেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ৷ বিশ্বকাপে যৌথভাবে দ্রুততম এক হাজার রানের মালিক হলেন রোহিত ৷ 19টি ওয়ান-ডে বিশ্বকাপ ম্যাচ খেলে এই রান করলেন ভারত অধিনায়ক ৷ তাঁর সঙ্গে এই তালিকায় দ্বিতীয় ব্যাটার হিসেবে রয়েছেন ডেভিড ওয়ার্নার ৷ একই সঙ্গে এদিন বিশ্বকাপে সর্বাধিক সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির (6) রেকর্ড ভাঙেন 'হিটম্যান' ৷
আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ভারত অধিনায়ক একাধিক রেকর্ড ভেঙেছেন ৷ এ দিন শুরু থেকেই আফগান বোলারদের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকায় দেখা যায় রোহিতকে ৷ মাত্র 30 বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি ৷ সেই সঙ্গে 1983 বিশ্বকাপে কপিল দেবের 72 বলে সেঞ্চুরি করার রেকর্ডও এ দিন ভেঙে দিয়েছেন রোহিত শর্মা ৷ মাত্র 63 বলে তিনি শতরানের গণ্ডি পেরিয়ে যান ৷ ওয়ান-ডে ক্রিকেটে তাঁর 31 তম সেঞ্চুরি হল ৷ এ দিন ঈশান কিষাণের সঙ্গে বিশ্বকাপের মঞ্চে 156 রানের ওপেনিং পার্টনারশিপ করেন তিনি ৷