মুম্বই, 8 ডিসেম্বর : সাদা-বলের ক্রিকেটে শেষ হল অধিনায়ক বিরাট কোহলির সফরনামা ৷ টি-20 ক্রিকেটে নেতৃত্ব ছেড়েছিলেন গতমাসে বিশ্বকাপের পরেই ৷ এবার একদিনের ক্রিকেটে বিরাটের জায়গায় নতুন অধিনায়ক হলেন রোহিত শর্মা ৷ প্রোটিয়া সফরের জন্য দল নির্বাচনের সঙ্গেই সাদা বলের ক্রিকেটে ভারতের নয়া অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করল বিসিসিআই (Rohit Sharma becomes the new ODI captain of Team India) ৷
এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড লিখেছে, "ভারতের সিনিয়র দলের নির্বাচক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ওডিআই এবং টি-20 ক্রিকেটে অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা ৷" এই বিবৃতির সঙ্গে সঙ্গে ওডিআই ক্রিকেটে চার বছরের নেতৃত্বের মেয়াদ ফুরলো বিরাটের ৷ 2017 সালে মহেন্দ্র সিং ধোনির হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন হাতে তুলে নিয়েছিলেন বিরাট (Virat Kohli took limited-over captaincy from MS Dhoni in 2017) ৷