পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: রোহিতের দাদাগিরি! কপিলের চার দশকের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন 'হিটম্যান' - বিরাটের পাড়ায় রোহিতের দাদাগিরি

বিরাটের ঘরের মাঠে এদিন আস্ফালন রোহিত গুরুনাথ শর্মা ব্যাটে ৷ মাত্র বলে শতরান হাঁকিয়ে কপিল দেবের 40 বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ভারত অধিনায়ক ৷ 1983 বিশ্বকাপে 72 বলে শতরান এসেছিল প্রাক্তন অধিনায়কের ব্যাটে ৷ 63 বলে শতরান করে সেই নজির ভাঙলেন বর্তমান ৷

কপিলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন হিটম্যান
ICC World Cup 2023

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 7:46 PM IST

Updated : Oct 11, 2023, 8:16 PM IST

নয়াদিল্লি, 11 অক্টোবর: নয়াদিল্লির অরুণ জেটলির স্টেডিয়ামকে বিরাট কোহলির 'পাড়ার মাঠ' বললে বেশি বলা হয় না ৷ বিপর্যয় সামলে প্রথম ম্যাচে কোহলি দলের ত্রাতা হিসেবে ধরা দেওয়ার পর বুধবার সেই স্টেডিয়ামে বিরাটের ব্যাট দেখতেই মুখিয়ে ছিল ক্রিকেট জনতা ৷ কিন্তু বিরাটের ঘরের মাঠে এদিন আস্ফালন দেখালেন রোহিত গুরুনাথ শর্মা ৷ মাত্র 63 বলে শতরান হাঁকিয়ে কপিল দেবের 40 বছরের পুরনো রেকর্ড ভাঙলেন হিটম্যান ৷ সার্বিকভাবে বিশ্বকাপের মঞ্চে রোহিতের এই শতরান ষষ্ঠ দ্রুততম ৷ এই নিয়ে বিশ্বকাপের মঞ্চে সপ্তম শতরান এল ভারতীয় ওপেনারের ব্যাটে

প্রথম ম্যাচে দল জয় পেলেও 'শূন্য' ব্যাটে ফিরতে হয়েছিল মুম্বইকরকে ৷ তাই দ্বিতীয় ম্যাচে ভারত অধিনায়কের তাগিদটা ছিল একটু বেশিই ৷ তাই বিপক্ষের ছুড়ে দেওয়া 273 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণের রাস্তায় হাঁটেন 'হিটম্যান' ৷ মাত্র 27 বলে অর্ধশতরান আসে তাঁর ব্যাটে ৷ আর 63 বলে শতরান পূর্ণ করার পথে 12টি চার এবং 4টি ছক্কা হাঁকান রোহিত ৷

আরও পড়ুন:গেইলকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড রোহিতের

ভারতীয় হিসেবে বিশ্বকাপের মঞ্চে কেবল দ্রুততম সেঞ্চুরি নয়, রোহিত এদিন চূর্ণ করলেন একাধিক নজির ৷ ডেভিড ওয়ার্নারকে স্পর্শ করে বিশ্বকাপে এদিন দ্রুততম হাজার রানের নজির গড়ার রেকর্ডও ধরা দিল রোহিতের ব্যাটে ৷ সহস্র রানের মাইলফলক স্পর্শ করার পথে 19 ইনিংস খরচ করলেন রোহিত ৷ পাশাপাশি ক্রিস গেইলকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজিরও এদিন গড়লেন রোহিত ৷

Last Updated : Oct 11, 2023, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details