নয়াদিল্লি, 11 অক্টোবর: নয়াদিল্লির অরুণ জেটলির স্টেডিয়ামকে বিরাট কোহলির 'পাড়ার মাঠ' বললে বেশি বলা হয় না ৷ বিপর্যয় সামলে প্রথম ম্যাচে কোহলি দলের ত্রাতা হিসেবে ধরা দেওয়ার পর বুধবার সেই স্টেডিয়ামে বিরাটের ব্যাট দেখতেই মুখিয়ে ছিল ক্রিকেট জনতা ৷ কিন্তু বিরাটের ঘরের মাঠে এদিন আস্ফালন দেখালেন রোহিত গুরুনাথ শর্মা ৷ মাত্র 63 বলে শতরান হাঁকিয়ে কপিল দেবের 40 বছরের পুরনো রেকর্ড ভাঙলেন হিটম্যান ৷ সার্বিকভাবে বিশ্বকাপের মঞ্চে রোহিতের এই শতরান ষষ্ঠ দ্রুততম ৷ এই নিয়ে বিশ্বকাপের মঞ্চে সপ্তম শতরান এল ভারতীয় ওপেনারের ব্যাটে
প্রথম ম্যাচে দল জয় পেলেও 'শূন্য' ব্যাটে ফিরতে হয়েছিল মুম্বইকরকে ৷ তাই দ্বিতীয় ম্যাচে ভারত অধিনায়কের তাগিদটা ছিল একটু বেশিই ৷ তাই বিপক্ষের ছুড়ে দেওয়া 273 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণের রাস্তায় হাঁটেন 'হিটম্যান' ৷ মাত্র 27 বলে অর্ধশতরান আসে তাঁর ব্যাটে ৷ আর 63 বলে শতরান পূর্ণ করার পথে 12টি চার এবং 4টি ছক্কা হাঁকান রোহিত ৷