পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rohit-Shubman Century: রোহিত-শুভমনের জোড়া সেঞ্চুরি, 3 বছর পর শতরান পেলেন 'হিটম্যান'

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে সেঞ্চুরি করলেন রোহিত শর্মা এবং শুভমন গিল (Rohit-Shubman Century) ৷ সেই সঙ্গে তিন বছর পর ওডিআই সেঞ্চুরি করলেন 'হিটম্যান' ৷

Rohit-Shubman Century ETV BHARAT
Rohit-Shubman Century

By

Published : Jan 24, 2023, 3:37 PM IST

Updated : Jan 24, 2023, 4:35 PM IST

ইন্দোর, 24 জানুয়ারি: রোহিত-শুভমনের জোড়া সেঞ্চুরিতে কিউয়িদের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় ভারত (Rohit Sharma and Shubman Gill Get Century in 3rd ODI)৷ মঙ্গলবার তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে-তে অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল দু’জনেই সেঞ্চুরি করেন ৷ 3 বছর পর একদিনের আন্তর্জাতিকে সেঞ্চুরি পেলেন 'হিটম্যান' ৷ এটি রোহিতের 30তম ওয়ান ডে সেঞ্চুরি ৷ আর স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমন ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি তাঁর ৷ এর আগে প্রথম ম্যাচে 208 রান করেছিলেন শুভমন ৷

উল্লেখ্য, শুভমন গিলের একদিনের আন্তর্জাতিক কেরিয়ারের এটি 4 নম্বর সেঞ্চুরি ৷ শুভমনের পাশাপাশি ভারত অধিনায়ক রোহিত শর্মাও এদিন সেঞ্চুরি পেয়েছেন ৷ আর তাও 3 বছর পর ৷ শেষবার 2020 সালের জানুয়ারি মাসে সেঞ্চুরি করেছিলেন রোহিত ৷ প্রসঙ্গত, দ্বিতীয় একদিনের ম্যাচ জেতার পর রোহিতকে এ নিয়ে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়েছিল ৷ তখন তিনি জানিয়েছিলেন, সেঞ্চুরি আসা সময়ের অপেক্ষা ৷ আর তা 2 দিনের মধ্যেই চলে এল ৷ এদিন রোহিত 85 বলে 101 রান করেন ৷ শুভমান 72 বলে সেঞ্চুরি করেন ৷ তবে সেঞ্চুরির পর ইনিংসকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি প্রথম ম্যাচে দ্বিশতরানের মালিক ৷ এদিন 78 বলে 112 রানে থামে শুভমনের ইনিংস ৷

আরও পড়ুন:ব্যাটে ঝড় স্মৃতি-হরমনপ্রীতের, ক্যারিবিয়ানদের 56 রানে হারাল 'উইমেন ইন ব্লু'

এদিন সেঞ্চুরি করেই রোহিত শর্মা এবং শুভমান গিল আউট হয়ে যান ৷ তবে, এদিন দু’জনে প্রথম উইকেটে 212 রানের পার্টনারশিপ করেন ৷ পরে বিরাট কোহলি এবং ঈশান কিষাণ দু’জনে ভারতের ইনিংস এগনো শুরু করে ৷ কিন্তু, বিরাটের সঙ্গে বোঝাপড়ার ভুলে রান আউট হয়ে যান ঈশান কিষাণ (17) ৷ অন্যদিকে, বিরাট এদিন ভালো শুরু করলেও 39 রানে জ্যাকব ডাফির বলে এক্সট্রা কভারে ক্যাচ আউট হন ৷ এর পর সূর্যকুমার যাদবও মাত্র 14 রানে প্যাভিলিয়নে ফিরে যান ৷ 40 ওভারেই 300 রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত ৷ ক্রিজে আছেন হার্দিক পান্ডিয়া এবং ওয়াশিংটন সুন্দর ৷

Last Updated : Jan 24, 2023, 4:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details