নয়াদিল্লি, 8 জুলাই: রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় বিশ্বকাপ ফের দেশে ফিরিয়ে আনতে পারেন ৷ এমনটাই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ একমাত্র তাঁরাই পারবেন ভারতকে ফের আইসিসি ট্রফি ফিরিয়ে আনতে পারেন বলে জানিয়েছেন তিনি ৷ সংবাদ সংস্থা এএনআই একটি স্পোর্টস পোর্টালে দেওয়া সাক্ষৎকারে একথা জানিয়েছেন সৌরভ ৷ তবে, ঘরের মাঠে খেলার চাপ অবশ্যই থাকবে বলে মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷
সৌরভ ওই সাক্ষাৎকারে জানান, ক্রিকেট মাঠে চাপ সবসময় থাকবে ৷ এমনকি তাঁরা যখন আগে খেলতেন, তখনও কোটি কোটি সমর্থকের প্রত্যাশার চাপ থাকে ৷ তবে, রোহিত শর্মার মতো ক্রিকেটারের বিশ্বকাপের মঞ্চে বড় ইনিংস খেলার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সৌরভ ৷ তিনি বলেন, ‘‘শেষ ওডিআই বিশ্বকাপে রোহিত পাঁচটি সেঞ্চুরি করেছিলেন ৷ আমি নিশ্চিত সেই সময়ও ওর উপর অনেক চাপ ছিল ৷ কিন্তু, চাপ থাকাটা কোনও সমস্যাই নয় ৷ আমি নিশ্চিত তাঁরা এই চাপ থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করে নেবে ৷’’