পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sourav on Rohit ক্যাপ্টেন হিসাবে আরও সময় দরকার রোহিতের, এশিয়া কাপের আগে জানিয়ে দিলেন সৌরভ

বড় মন্তব্য করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav on Rohit) ৷ জানিয়ে দিলেন, ক্যাপ্টেন হিসেবে রোহিতের আরও সময় প্রয়োজন (Rohit a bit laid back captain says Ganguly) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 17, 2022, 11:07 PM IST

কলকাতা,17 অগস্ট: ভারত শেষ বার পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিল গতবার টি-20 বিশ্বকাপে । দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি । ইতিমধ্যেই আমূল বদলে গিয়েছে ভারতীয় দল ৷ কোচ, অধিনায়ক বদলে মাঠে নামবে 'মেন ইন ব্লু' (Sourav on Rohit) ৷ তার আগেই বড় মন্তব্য করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ জানিয়ে দিলেন, ক্যাপ্টেন হিসেবে রোহিতের আরও সময় প্রয়োজন (Rohit a bit laid back captain says Ganguly) ৷

কলকাতায় বুধবার একটি অনুষ্ঠানে ভারতীয় দল নিয়ে মুখ খোলেন ভারতের অন্যতম সফল অধিনায়ক ৷ 35 বছর বয়সের রোহিত সম্প্রতি তিনি ফর্ম্যাটেই কোহলির ফেলে যাওয়া জুতোয় পা গলিয়েছেন ৷ পূর্ণ সময়ের অধিনায়ক হিসাবে তাঁর জয়ের রেকর্ড ঈর্ষণীয় হলেও দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন পর্যায়ে আরও 7 জন অধিনায়ক ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ।

সৌরভ বলেন, "এমএস ধোনি, কোহলির সঙ্গে রোহিতের তুলনা করার আগে ওকে আরও সময় দেওয়া উচিত । রোহিত শর্মা এখনও ওদের থেকে কিছুটা পিছিয়ে আছে ৷ ভারত বছরের পর বছর ধরে কিছু দুর্দান্ত অধিনায়ক তৈরি করেছে । এমএস চমৎকারভাবে দল পরিচালনা করেছে ৷ শুধুমাত্র ভারতের জন্য নয়, চেন্নাই সুপার কিংসের জন্য ওর রেকর্ড ঈর্ষণীয় ।

আরও পড়ুন : নাইটদের নতুন কোচের নাম ঘোষণা, দায়িত্বে মধ্যপ্রদেশকে রঞ্জি জেতানো চন্দ্রকান্ত

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details