মুম্বই, 18 অক্টোবর: সর্বসম্মতিতে বিসিসিআই এর সভাপতি পদে নিযুক্ত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনি (Roger Binny Becomes 36th BCCI President) ৷ এদিন মুম্বইয়ের তাজ হোটেলে বোর্ড সভাপতি হিসাবে বিনির নামে সব রাজ্য সংস্থাগুলি সমর্থন জানিয়েছে ৷ 36 তম বিসিসিআই সভাপতি হলেন বিশ্বকাপজয়ী পেসার ৷ বিসিসিআই সচিব পদে বহাল রইলেন জয় শাহ ৷ বিসিসিআই এর বাকি প্রশাসক কমিটির সদস্যরাও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৷
এদিন মুম্বইয়ের তাজ হোটেলে বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ৷ সেখানে 83’র বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার তথা প্রাক্তন জাতীয় নির্বাচক রজার বিনিকে সর্বসম্মতিতে সভাপতি পদে বেছে নেয় রাজ্য সংস্থাগুলি ৷ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় বিসিসিআই সভাপতি পদে এলেন বিনি ৷ বোর্ডের অন্যান্য অফিসিয়ালরা হলেন, সহ-সভাপতি রাজীব শুক্লা, সচিব জয় শাহ, যুগ্ম-সচিব দেবজিৎ সইকিয়া, কোষাধ্যক্ষ আশিস শেলার ৷ আইপিএল চেয়ারম্যান হয়েছেন অরুণ ধুমাল ৷
এদিন মুম্বইতে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিদায়ী সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেখানে সংবাদ সংস্থা এএনআই-কে বিদায়ী সভাপতি বলেন, ‘‘আমি রজারকে আগামিদিনের জন্য শুভেচ্ছা জানাই ৷ নতুন গ্রুপ এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাবে ৷ বিসিসিআই-এর দায়িত্ব সেরা হাতে রয়েছে ৷ ভারতীয় ক্রিকেট শক্তিশালী ৷ তাই আমি তাঁদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ৷’’
আরও পড়ুন:ওডিআই ক্রিকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ক হলেন প্যাট কামিন্স
প্রাক্তন ভারত অধিনায়ক যে বোর্ড সভাপতি থাকছেন না, তা স্পষ্ট হয়ে গিয়েছিল তিনি মনোনয়ন জমা না-দেওয়ায় ৷ তারপরেই একাধিক বিতর্ক তৈরি হয়েছে ৷ বোর্ডের তরফে অরুণ ধুমাল সংবাদ সংস্থাকে বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, সৌরভকে আইপিএল চেয়ারম্যান পদের প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ কিন্তু, তিনি নাকি বিসিসিআই-এর সর্বোচ্চ পদে থাকার পর একটি সাব-কমিটির প্রধান হবেন না বলে জানিয়েছিলেন ৷ তবে, বিসিসিআই-এর একটি বিশ্বস্ত সূত্র ইটিভি ভারতকে জানিয়েছিল, তেমন কোনও প্রস্তাব সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়াই হয়নি ৷