ম্যাঞ্চেস্টার, 18 জুলাই: ব্যর্থ ভারতের টপ অর্ডার । পরপর ক্রিজ ছেড়েছেন রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি । ফের আরেক ম্যাচে যখন ব্যাটিং বিপর্যয়ের প্রহর গুনছে 'মেন ইন ব্লু', তখনই উদয় পন্থের । ম্যাঞ্চেস্টারে দুর্ধর্ষ শতরানে দলকে শুধু খাদের কিনারা থেকেই তুলে আনলেন না, ওডিআই সিরিজে 2-1 ব্যবধানে দলকে চ্যাম্পিয়নও করলেন (India clinches series against England as Pant make his maiden ODI ton) । যোগ্য সঙ্গত করলেন 'অল-রাউন্ডার' পান্ডিয়া ।
রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান রোহিত । বাটলার-আলি জুটিতে 259 রানে থামে দলের ইনিংস । রান তাড়া করতে নেমে শুরুতেই মাত্র 1 রান করে প্যাভিলিয়নে ফেরেন ধাওয়ান । খানিক পরেই ক্রিজ ছাড়েন রোহিত । মুম্বইকরের অবদান 17 রান । এদিনও ফের ব্যর্থ কোহলি । 17 রান করেই ক্রিজ ছাড়েন বিরাট । তিনজনকেই ফেরান রিচি টপলে । ফলে মাত্র 38 রানে তিন মহারথী ফেরায় জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন অতি বড় সমর্থকও । মাত্র 16 রান করে আউট হন সূর্যকুমারও । ঠিক তখনই ম্যাঞ্চেস্টারের ক্রিজে উত্থান হল পন্থের ।