নয়াদিল্লি, 1 জানুয়ারি: ফেব্রুয়ারির শুরুতে অজিদের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ ৷ তাই দুর্ঘটনাগ্রস্ত ঋষভ পন্তের জায়গায় কে খেলবেন, তা নিয়ে শীঘ্রই বিসিসিআইকে সিদ্ধান্ত নিতে হবে ৷ কারণ, গাড়ি দুর্ঘটনার পর ঋষভ পন্তের লিগামেন্ট ছেঁড়া নিয়ে কোনও স্পষ্টতা না-থাকলেও বিসিসিআই সূত্রে খবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজে মাঠে নামতে পারছেন না পন্ত (Rishabh Pant will not be Able to Play in Border Gavaskar Trophy against Australia)৷
দুর্ঘটনায় চোট গুরুতর হওয়ায় দীর্ঘ সময়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে হতে পারে তাঁকে ৷ বর্ডার-গাভাসকর ট্রফির জন্য উইকেটরক্ষক ব্যাটসম্যানকে বেছে নেওয়াই হবে নতুন নির্বাচক কমিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ টেস্ট উইকেট কিপারের জন্য কোন খেলোয়াড় উপযুক্ত হবে তা দেখার জন্য বিসিসিআই ইতিমধ্যেই স্কাউটিং শুরু করে দিয়েছে ৷ 9 ফেব্রুয়ারি নাগপুরে শুরু হতে চলা টেস্ট সিরিজে পন্তের জায়গায় কে খেলবে তাই দেখার ৷ তবে মনে করা হচ্ছে বিসিসিআইকে উইকেটরক্ষক উপেন্দ্র যাদব ও ঈশান কিষানের মধ্যে একজনকে বেছে নিতে হবে ৷
আরও পড়ুন :ডিভাইডারে ধাক্কা, জ্বলল গাড়ি; গুরুতর আহত হয়ে হাসপাতালে পন্ত