পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rishabh Pant: চোট গুরুতর, বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলা হচ্ছে না পন্তের

গুরুতর চোটের কারণে বেশ কয়েকমাস মাঠের বাইরে থাকতে হবে ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্তকে(Rishabh Pant)৷ বিসিসিআই জানিয়েছে, বর্ডার-গাভাসকর ট্রফিও মিস করবেন তিনি ৷ তবে তাঁর পরিবর্তে কে খেলবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড ৷

Etv Bharat
দুর্ঘটনাগ্রস্ত ঋষভ পন্ত

By

Published : Jan 1, 2023, 2:14 PM IST

Updated : Jan 1, 2023, 3:48 PM IST

নয়াদিল্লি, 1 জানুয়ারি: ফেব্রুয়ারির শুরুতে অজিদের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ ৷ তাই দুর্ঘটনাগ্রস্ত ঋষভ পন্তের জায়গায় কে খেলবেন, তা নিয়ে শীঘ্রই বিসিসিআইকে সিদ্ধান্ত নিতে হবে ৷ কারণ, গাড়ি দুর্ঘটনার পর ঋষভ পন্তের লিগামেন্ট ছেঁড়া নিয়ে কোনও স্পষ্টতা না-থাকলেও বিসিসিআই সূত্রে খবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজে মাঠে নামতে পারছেন না পন্ত (Rishabh Pant will not be Able to Play in Border Gavaskar Trophy against Australia)৷

দুর্ঘটনায় চোট গুরুতর হওয়ায় দীর্ঘ সময়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে হতে পারে তাঁকে ৷ বর্ডার-গাভাসকর ট্রফির জন্য উইকেটরক্ষক ব্যাটসম্যানকে বেছে নেওয়াই হবে নতুন নির্বাচক কমিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ টেস্ট উইকেট কিপারের জন্য কোন খেলোয়াড় উপযুক্ত হবে তা দেখার জন্য বিসিসিআই ইতিমধ্যেই স্কাউটিং শুরু করে দিয়েছে ৷ 9 ফেব্রুয়ারি নাগপুরে শুরু হতে চলা টেস্ট সিরিজে পন্তের জায়গায় কে খেলবে তাই দেখার ৷ তবে মনে করা হচ্ছে বিসিসিআইকে উইকেটরক্ষক উপেন্দ্র যাদব ও ঈশান কিষানের মধ্যে একজনকে বেছে নিতে হবে ৷

আরও পড়ুন :ডিভাইডারে ধাক্কা, জ্বলল গাড়ি; গুরুতর আহত হয়ে হাসপাতালে পন্ত

প্রসঙ্গত, শুক্রবার সকালে দিল্লি থেকে রুরকি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্তের মার্সিডিজ সজোরে ডিভাইডারে ধাক্কা মারে ৷ ঘটনায় গুরুতর আহত হন ঋষভ ৷ বর্তমানে দেরাদুনের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে(Rishabh Pant Health Update)৷ এক্স-রে ও সিটি স্ক্যান রিপোর্ট বলছে, তেমন কোনও ফ্র্যাকচার নেই ৷ মস্তিষ্ক ও মেরুদণ্ডে কোনও আঘাতও নেই ৷ তবে হাঁটু ও লিগামেন্ট টিয়ার থাকায় তিনি নিশ্চিতভাবেই দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন ৷ তাঁর মাঠে ফিরতে অন্তত দুই থেকে ছয় মাস লাগবে বলে মনে করা হচ্ছে ৷

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে পন্তের শরীরের বেশষ খানিকটা অংশ ফুলে রয়েছে ৷ এখনও গোড়ালি ও হাঁটুর এমআরআই করা বাকি ৷ তবে তিনি ভ্রমণের জন্য উপযুক্ত হলে মু্ম্বইয়ে আসবেন এবং বোর্ডের তালিকাভুক্ত ডাঃ দিনশ পারদিওয়ালার তত্ত্বাবধানে থাকবেন ৷ নতুন নির্বাচক কমিটির কাছে তিনটি বিকল্প থাকবে ৷ ভারতীয় ক্রিকেট দলের দুই উইকেট রক্ষক ভরত ও উপেন্দ্র যাদব মূল দলে যোগ দেবেন বা বাঁ-হাতি উইকেট রক্ষক ব্যাটসম্যান ঈশান কিষান দলে জায়গা করে নেবেন ৷

আরও পড়ুন :এয়ারলিফ্ট করে দিল্লি আনা হতে পারে ঋষভকে, জানালেন ডিডিসিএ’র ডিরেক্টর

Last Updated : Jan 1, 2023, 3:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details