পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rishabh Pant: আজই এয়ারলিফটে মুম্বই আনা হচ্ছে ঋষভ পন্তকে - Rishabh Pant accident

এয়ারলিফ্ট করে মুম্বই আনা হচ্ছে ঋষভ পন্তকে (Rishabh Pant will be Airlift to Mumbai Says DDCA) ৷ দিল্লি ডিস্ট্রিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে একথা জানানো হয়েছে ৷

Rishabh Pant will be Airlift to Mumbai ETV BHARAT
Rishabh Pant will be Airlift to Mumbai

By

Published : Jan 4, 2023, 12:17 PM IST

Updated : Jan 4, 2023, 3:36 PM IST

নয়াদিল্লি, 4 জানুয়ারি: আরও উন্নত চিকিৎসার জন্য এয়ারলিফট করে মুম্বই আনা হচ্ছে ঋষভ পন্তকে (Rishabh Pant will be Airlift to Mumbai Says DDCA) ৷ দিল্লি ডিস্ট্রিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে ডিরেক্টবর শ্যাম শর্মা সংবাদ সংস্থা এএনআই-কে একথা জানিয়েছেন ৷ জানা গিয়েছে, এই সিদ্ধান্ত পুরোটাই বিসিসিআই কর্তাদের ৷ মুম্বইতেই তাঁর এমআরআই-সহ অন্যান্য চিকিৎসা হবে ৷ বিষয়টি নিয়ে এএনআই-এর সঙ্গে কথা বলার সময় পর্যন্ত, দেরাদুনের হাসপাতাল কর্তৃপক্ষকে এনিয়ে কিছু জানানো হয়নি বলে জানিয়েছিলেন ডিডিসিএ ডিরেক্টর ৷

উল্লেখ্য গত 30 ডিসেম্বর ভোররাতে দিল্লি থেকে গাড়ি চালিয়ে উত্তরাখণ্ডে রুরকির বাড়িতে যাওয়ার সময় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন ভারতীয় উইকেট-কিপার ব্যাটার ঋষভ ৷ এমনকী দুর্ঘটনার জেরে তাঁর গাড়িতে আগুনও ধরে যায় ৷ পরবর্তী সময়ে বিসিসিআই-এর তরফে জানানো হয়, তাঁর ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ৷ পাশাপাশি ডান পায়ের আঙুলের সামনের অংশ হাঁটু ও হাতের কবজিতে গুরুতর চোট লেগেছে ৷

কিন্তু দেরাদুনের হাসপাতালে ঋষভের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি দাবি করেন, দেরাদুনের হাসপাতালে ঋষভকে সেরা চিকিৎসা দেওয়া হচ্ছে ৷ কিন্তু, সম্প্রতি জানা যায়, ঋষভের শরীরে চোট লাগা জায়গাগুলি ফুলে থাকার কারণে এমআরআই করা যাচ্ছে না ৷ দুর্ঘটনার ছ'দিন পেরিয়ে গেলেও এমআরআই করা যায়নি। এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে বিসিসিআই ৷

আরও পড়ুন:ক্রমশ সুস্থ হচ্ছেন ঋষভ, আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে পন্ত

এদিন দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের ডিরেক্টর শ্যাম শর্মা সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, আজই এয়ার অ্যাম্বুল্যান্সে ঋষভকে মুম্বই নিয়ে আসা হবে ৷ সেখানেই ভারতীয় ক্রিকেটারের এই নয়া তারকার পরবর্তী চিকিৎসা হবে ৷ এমনকী এমআরআর-সহ বাকি শারীরিক পরীক্ষও করানো হবে ৷ তাঁর পুরো চিকিৎসার উপর নজর রাখবে বিসিসিআই-এর বিশেষজ্ঞ চিকিৎসকরা ৷ তবে, প্রশ্ন উঠছে এতদিন তাহলে বিসিসিআই কেন সক্রিয় হল না? পদক্ষেপ করতে কেন ছ'দিন সময় লেগে গেল?

Last Updated : Jan 4, 2023, 3:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details