মুম্বই, 22 মে : আশাভঙ্গ দিল্লি ক্যাপিটালসের ৷ মাস্ট-উইন ম্যাচে 'লাস্ট বয়'-দের কাছে হেরে 2022 আইপিএলের প্লে-অফে যোগ্যতা অর্জনে ব্যর্থ ঋষভ পন্থের দল (DC failed to qualify for IPL playoffs) ৷ আর মুম্বইয়ের বিরুদ্ধে হারের পর সবচেয়ে বেশি সমালোচনায় বিদ্ধ হচ্ছেন যিনি, তিনি অধিনায়ক পন্থ ৷ শনিবার ব্যাট হাতে মুম্বইয়ের জয়ের নায়ক টিম ডেভিডের বিরুদ্ধে প্রথম বলেই কট-বিহাইন্ডের একটি জোরাল আবেদন ওঠে ৷ অন-ফিল্ড আম্পায়ার তাতে সাড়া না-দিলে হাতে থাকা ডিআরএসের সুবিধা নেননি পন্থ ৷ পরবর্তীতে আল্ট্রা-এজে দেখা যায় টিম ডেভিড আউট ছিলেন প্রথম বলেই ৷
স্টাম্পের পিছনে দাঁড়িয়ে আবেদন করা সত্ত্বেও পরবর্তীতে বোলার এবং সতীর্থদের সঙ্গে আলোচনা করে পন্থের দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় মুখর হয়ে ওঠেন অনুরাগীরা ৷ সোশ্যাল মিডিয়ায় শুরু হয় মুণ্ডপাত ৷ স্বল্পদিনের কেরিয়ারে ক্রিকেট সার্কিটে 'বেবি এবি' নামে পরিচিত হয়ে ওঠা ডেভিড সুযোগের সদ্ব্যবহার করে 11 বলে 34 রানের দুরন্ত ক্যামিও খেলে যান ৷ যা রোহিতের দলের জয়ে সহায়ক হয় ৷ অথচ পন্থ ডিআরএস নিলে ম্যাচের ফল অন্য হতেই পারে ৷
সিঙ্গাপুর-জাত অজি ব্যাটারের কট বিহাইন্ডের রিভিউ কেন নিলেন না ? সমালোচনায় বিদ্ধ দিল্লি অধিনায়ক পন্থ মুখ খোলেন ম্যাচ শেষে (Rishabh Pant Reveals Why He Decided Not To Take DRS Against Tim David) ৷ তিনি বলেন, "আমার মনে হয়েছিল কিছু একটা হয়েছে ৷ তবে সার্কেলের মধ্যে দাঁড়ানো কাউকে দেখে আশ্বস্ত মনে হয়নি ৷ আমি সতীর্থদের জিজ্ঞেসও করেছিলাম রিভিউ নেওয়া উচিৎ কি না ৷ কারও থেকে বিশেষ সাড়া না-পেয়ে রিভিউ নেওয়া থেকে বিরত থাকি ৷"