মুম্বই, 16 জানুয়ারি: ভয়ঙ্কর দুর্ঘটনার পর কেটে গিয়েছে একপক্ষকাল ৷ কেমন আছেন ঋষভ পন্ত? কবেই বা মাঠে নামতে পারবেন স্টাম্পার-ব্যাটার? অনুরাগীদের মনে কৌতূহলের অন্ত নেই ৷ হাসপাতাল, চিকিৎসক কিংবা বিভিন্ন সংবাদমাধ্যম মারফৎ পন্তের শারীরিক অবস্থার খবর কানে এলেও ক্রিকেটারের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি এতদিন ৷ অবশেষে সোমবার সন্ধেয় এল সেই প্রতিক্রিয়া ৷ হাসপাতালের বেডে শুয়েই দুর্ঘটনার পর প্রথম সোশাল মিডিয়া পোস্টে অনুরাগীদের তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জ্ঞাত করলেন উইকেটরক্ষক ব্যাটার (Rishabh Pant posted first time on social media after met horrific accident last month) ৷
অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে দুর্ঘটনার পর প্রথম ইনস্টা পোস্টে পন্ত লিখলেন, "আমি তোমাদের সমর্থন এবং শুভেচ্ছার কাছে নতমস্তকে কৃতজ্ঞ ৷ আমি সকলকে জানাতে চাই যে আমার অস্ত্রোপচার সফল হয়েছে ৷ আমি ক্রমশ সুস্থ হওয়ার পথে ৷ আমি চাঙ্গা রয়েছি এবং প্রতিদিনই একটু একটু করে ভালো হচ্ছি ৷ কঠিন সময়ে তোমাদের থেকে সমর্থন, ইতিবাচক এনার্জি পেয়ে আমি কৃতজ্ঞ ৷"
ইনস্টার পাশাপাশি একাধিক টুইট করেন আন্তর্জাতিক ক্রিকেটে ছ'টি শতরানের মালিক উইকেটরক্ষক ৷ পন্ত টুইটে ধন্যবাদ জানিয়েছেন বিসিসিআই এবং উত্তরাখণ্ড সরকারকে ৷ ধন্যবাদ জ্ঞাপন করেছেন অনুরাগীদেরও ৷ তবে তাঁর তৃতীয় টুইট হৃদয় ছুঁয়ে গিয়েছে ক্রিকেটজনতার ৷ সেদিন দুর্ঘটনার পর তাঁকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া দুই ব্যক্তির ছবি টুইটে পোস্ট করে পন্ত লেখেন, "আমি হয়তো সকলকে আলাদা করে ধন্যবাদ জানাতে পারছি না ৷ তবে এই দুই হিরোকে ধন্যবাদ না-জানিয়ে পারছি না ৷ যাঁরা আমাকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন ৷ রজত কুমার এবং নিশু কুমার আপনাদের ধন্যবাদ ৷ আমি আজীবন ঋণী আপনাদের কাছে ৷"
আরও পড়ুন:মুম্বইয়ের হাসপাতালে হাঁটুতে সফল অস্ত্রোপচার, দ্রুত সুস্থ হচ্ছেন পন্ত
গত 30 ডিসেম্বর দিল্লি থেকে রুরকি ফেরার পথে দিল্লি-দেরাদুন হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ ৷ নিযন্ত্রণে হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর মার্সিডিজ ৷ জানালার কাঁচ ভেঙে কোনওক্রমে বেরিয়ে প্রাণে বাঁচেন ভারতীয় ক্রিকেটার ৷ প্রথমে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে দিনকয়েক চিকিৎসা চলে তাঁর ৷ 4 জানুয়ারি মুম্বইয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিসিসিআইয়ের উদ্যোগে ৷ সেখানে পায়ে অস্ত্রোপচার হয় পন্তের ৷ অদূর ভবিষ্যতে পন্তের বাইশ গজে ফেরা কার্যত অসম্ভব ৷ ইতিমধ্যেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন উত্তরাখণ্ডের ক্রিকেটার ৷