কলকাতা, 9 নভেম্বর:অবশেষে অনুশীলনে ফিরলেন ঋষভ পন্থ । ভারতীয় দলের এই ব্যাটারের জীবন শেষ হতে বসেছিল এক ভয়ঙ্কর দুর্ঘটনার জেরে ৷ গত বছরের একেবারে শেষ লগ্নে গাড়ি দুর্ঘটনার জেরে মারাত্মক চোট পান এই কিপার-ব্যাটার ৷ তার জেরে ভারতীয় বিশ্বকাপ দল থেকেও ছিটকে যান তিনি ৷ এবার তিনি ফিরলেন মাঠে ৷ ভারতীয় দল যখন বিশ্বকাপে অজেয় ঘোড়ার মতো ছুটে চলেছে তখন অন্যদিকে তিলোত্তমায় আগামিদিনের জন্য নিজেকে তৈরি করতে ব্যস্ত পন্থ ৷
দিল্লি ক্যাপিট্যালসের 4 দিনের শিবির চলছে কলকাতার যাদবপুর ক্যাম্পাসের মাঠে । কোচ রিকি পন্টিং বিশ্বকাপের ধারাভাষ্য দেওয়ার ফাঁকে শিবিরে যোগ দিয়েছেন । রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। দিল্লি ক্যাপিট্যালস-এর ক্রিকেট ডিরেক্টর হিসেবে রয়েছেন তিনি । বুধবার থেকে অনুশীলন শুরু হলেও ঋষভ পন্থ যোগ দেন বৃহস্পতিবার । 11 তারিখ পর্যন্ত তিনি শিবিরে থাকবেন ।
কালো হাফ প্যান্ট, সাদা গোলগলা গেঞ্জি, মাথায় কালো গোল টুপি আর চোখে রোদ চশমা পড়ে অনুশীলনে হাজির হন তিনি । উইকেট কিপিং, ব্যাটিং বা ফিটনেস ট্রেনিং তিনি করেননি ৷ অনুশীলনে যোগ দিয়ে কোচ পন্টিং এবং সৌরভের সঙ্গে কথা বলেন । আগামী আইপিএলে কীভাবে দলগঠন হবে, রণকৌশল ঠিক হবে তা নিয়েও কথা হয়েছে বলেই জানান সৌরভ ।