পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সুস্থ হয়ে বায়ো বাবলে প্রবেশ করলেন ঋষভ, স্বাগত বিসিসিআইয়ের - BCCI

ঋষভ সম্ভবত করোনার ডেলটা থ্রি ভ্য়ারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন ৷ যখন তিনি দাঁতের সমস্যা নিয়ে ডেনটিস্টের কাছে গিয়েছিলেন, তখনই তিনি সংক্রমতি হন বলে বোর্ড সূত্রে জানানো হয়েছে ৷ কিন্তু, পাশাপাশি এমনও বলা হয়েছে, ঋষভ পন্থ ইউরো কাপের ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন ৷ সেখান থেকেই তিনি সংক্রমিত হয়েছেন ৷

Rishabh Pant has joined the team bio-bubble after recovering from COVID-19
সুস্থ হয়ে বায়ো বাবলে প্রবেশ করলেন ঋষভ পন্থ, স্বাগত জানালো বিসিসিআই

By

Published : Jul 22, 2021, 12:29 PM IST

ডারহ্যাম (ইংল্যান্ড), 22 জুলাই : করোনা থেকে সুস্থ হয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন ঋষভ পন্থ ৷ বুধবার সোশ্যাল মিডিয়ায় ঋষভের ছবি পোস্ট করে তাঁকে দলে স্বাগত জানায় বিসিসিআই ৷ তাঁর তৃতীয় কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পর, বায়ো সিকিওর বাবলে ঢুকে পড়েছেন ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ৷ প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার পর ইংল্যান্ডেই রয়েছে ভারতীয় দল ৷ সেখানে ব্রিটিশদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ তার মাঝে 3 সপ্তাহের ছুটি পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা ৷ সেই সময়েই করোনা আক্রান্ত হন ঋষভ ৷

ভারতীয় বোর্ড সূত্রে খবর, ঋষভ সম্ভবত করোনার ডেলটা থ্রি ভ্য়ারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন ৷ যখন তিনি দাঁতের সমস্যা নিয়ে ডেনটিস্টের কাছে গিয়েছিলেন, তখনই তিনি সংক্রমতি হন বলে বোর্ড সূত্রে জানানো হয়েছে ৷ কিন্তু, পাশাপাশি এমনও বলা হয়েছে, ঋষভ পন্থ ইউরো কাপের ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন ৷ সেখান থেকেই তিনি সংক্রমিত হয়েছেন ৷ যদিও এনিয়ে বিসিসিআই বা ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

ঋষভ পন্থ করোনা আক্রান্ত হওয়ার পরেই বিসিসিআইয়ের তরফে একটি নির্দেশিকা ইংল্যান্ডে সফররত ভারতীয় দলের কাছে পাঠানো হয় ৷ যেখানে বলা হয়, সংক্রমণের হাত থেকে বাঁচতে ভিড়ভাড় জায়গায় ভারতীয় ক্রিকেটার এবং ম্যানেজমেন্টের সদস্যরা যাবেন না ৷ বিশেষ করে উইম্বলডন এবং ইউরোর ম্যাচ দেখতে যেতে নিষেধ করা হয়েছিল ৷ ভারতীয় দল বর্তমানে ডারহ্যামে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ৷ করোনা থেকে সুস্থ হয়ে ঋষভ এবার দলের সঙ্গে যোগ দিয়েছেন ৷ বিসিসিআইয়ের তরফে তাঁকে স্বাগত জানিয়ে একটি টুইটও করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, ‘‘হ্যাল ঋষভ পন্থ, আপনাকে ফিরে পেয়ে ভাল লাগছে ৷’’

আরও পড়ুন :IND vs SL : কঠিন লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ় জয় ভারতের

প্রসঙ্গত, বিসিসিআইয়ের করোনা সংক্রান্ত বিধিনিষেধের নিয়মে বলা হয়েছে, কোনও ক্রিকেটার করোনা আক্রান্ত হলে, তাঁকে বায়ো বাবল থেকে বেরিয়ে আইসোলেশনে যেতে হবে ৷ সেখানে চিকিৎসাধীন থাকাকালীন কোনওরকম উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ সেই ক্রিকেটারকে হাসপাতালে ভর্তি করাতে হবে ৷ সংক্রমণের 7 দিন পর আক্রান্তের ফের করোনা পরীক্ষা করাতে হবে ৷ সেই রিপোর্ট পজিটিভ এলে 10 দিনের মাথায় ফের আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে ৷ সেই রিপোর্ট নেগেটিভ এলে, পরের 48 ঘণ্টায় আরও দু’টি আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে ৷ সেই দু’টি রিপোর্ট নেগেটিভ এলেই সংশ্লিষ্ট ক্রিকেটারকে বায়ো বাবলে প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details