মুম্বই, 4 জানুয়ারি: দেরাদুনের ম্যাক্স হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল (Kokilaben Dhirubhai Ambani Hospital) অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইন্সস্টিটিউটে নিয়ে আসা হল ঋষভ পন্তকে ৷ মূলত, বিসিসিআই (BCCI)-এর উদ্যোগেই ভারতীয় উইকেট-কিপার ব্যাটারকে মুম্বই উড়িয়ে নিয়ে আসা হয়েছে ৷ সঙ্গে ছিলেন তাঁর মা এবং হাসপাতালের অর্থোস্কোপি বিভাগ ও স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধানরা ৷ ছিলেন কোকিলাবেন হাসপাতালের চিকিৎসকরাও ৷
এদিন বিসিসিআই-এর তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে সচিব জয় শাহ জানিয়েছেন, ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্তকে এয়ার লিফট করে মুম্বই নিয়ে আসা হবে ৷ গত 30 ডিসেম্বর রুরকিতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ঋষভ ৷ সেদিন থেকেই দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভরতি ছিলেন ৷ তাঁর জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে ৷ ডক্টর দিনশা পারদিওয়ালার তত্ত্বাবধানে কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা চলবে ঋষভের ৷ তিনি কোকিলাবেন হাসপাতালের স্পোর্টস মেডিসিন সেন্টারের প্রধান ৷ পাশাপাশি হাসপাতালের অর্থোস্কোপি ও শোল্ডার সার্ভিস বিভাগের ডিরেক্টর তাঁর চিকিৎসা করবেন ৷