বেঙ্গালুরু, 13 মার্চ : টপ-অর্ডারের ব্যাটিং ব্যর্থতা সত্ত্বেও প্রথম ইনিংসে ঝড় উঠেছিল তাঁর ব্যাটে ৷ কিন্তু লম্বা হয়নি ইনিংস ৷ 26 বলে 39 রান করে ফিরতে হয়েছিল সাজঘরে ৷ সেই আক্ষেপ ঘুচিয়ে দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ অর্ধশতরান তো করলেনই, একইসঙ্গে ভাঙলেন কপিল দেবের 40 বছরের পুরনো রেকর্ডও (Rishabh Pant breaks 40 years old record of Kapil Dev) ৷
ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে প্রাক্তন অধিনায়কের দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়লেন পন্থ ৷ কপিলের 30 বলে অর্ধশতরানের নজির ভেঙে চিন্নাস্বামীতে এদিন 28 বলে অর্ধশতরানের নজির গড়লেন তরুণ স্টাম্পার-ব্যাটার (Rishabh Pant becomes the fastest Indian batter to score a half century in Test cricket) ৷ দ্বিতীয় দিনের দ্বিতীয় ইনিংসে হনুমা বিহারী আউট হতে ক্রিজে নামেন পন্থ ৷ শুরু থেকেই শ্রীলঙ্কান বোলারদের বিরুদ্ধে এদিন রণমূর্তি ধারণ করেন তিনি ৷