পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চিন্নাস্বামীর নেটে ব্যাটিংয়ের ফাঁকে রোহিতদের সঙ্গে খুনসুটিতে মাতলেন পন্ত - ভারত বনাম আফগানিস্তান

Rishabh Pant Batting at Chinnaswamy Nets: ভারতীয় দল অনুশীলনে আসার আগে চিন্নাস্বামীর নেটে ব্যাট হাতে দেখা গেল ঋষভ পন্তকে ৷ মঙ্গলবার নেটে প্রায় 20 মিনিট ব্যাটিং অনুশীলন করলেন তিনি ৷ এক এনসিএ সদস্য থ্রো-ডাউন করলেন তাঁকে ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 10:26 AM IST

বেঙ্গালুরু, 17 জানুয়ারি: বেঙ্গালুরুতে ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল এক বিশেষ অতিথিকে ৷ যাঁর বর্তমান ঠিকানা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ৷ তিনি ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত ৷ আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজের শেষ ম্যাচ আজ ৷ মঙ্গলবার ভারতীয় দলের প্রাক-ম্যাচ অনুশীলনে চিন্নাস্বামীতে পৌঁছে যান ঋষভ ৷

টিম ইন্ডিয়ার প্র্যাকটিসের আগে 20 মিনিট নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় পন্তকে ৷ পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, রিঙ্কু সিং এবং আবেশ খানদের সঙ্গে খোশ মেজাজে দেখা যায় তাঁকে ৷ সতীর্থদের সঙ্গে বেশ কিছুক্ষণ হাসিঠাট্টা ও কথা বলে মাঠ ছাড়েন তিনি ৷ তবে, মঙ্গলবার ঋষভের নেটে অনুশীলন তাঁর, ফিট হওয়ার ইঙ্গিত বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ ৷ নেটে 20 মিনিটের ব্যাটিংয়ে অফ-সাইডে বেশ কিছু ড্রাইভ খেলতে দেখা যায় তাঁকে ৷ এমনকি অন-সাইডে পন্ত স্পেশাল বড় শটও দেখা গিয়েছে ৷

ভারতীয় দলের অনুশীলনের আগে, নেটে ঢুকে এই অনুশীলনের পিছনে কি তবে কোনও বিশেষ কারণ রয়েছে ? এ বছর টি-20 বিশ্বকাপের আগে নিজের দাবিদারি পেশ করতে চাইছেন পন্ত ? তবে, দাবিদারি পেশ করলেই তো হবে না ! নিজেকে ম্যাচ ফিট ও ফর্মে রয়েছেন, সেটাও প্রমাণ করতে হবে ৷ আর সেক্ষেত্রে আসন্ন আইপিএল সবচেয়ে বড় মঞ্চ হতে চলেছে ঋষভ পন্তের কাছে ৷ দিল্লি ক্যাপিটালস এ বছর পন্তকে তাদের অধিনায়ক ঘোষণা করেছে ৷ ফলে, তিনি আইপিএল দিয়েই যে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তা একপ্রকার নিশ্চিত ৷

গত বছর নভেম্বর মাসে কলকাতায় আয়োজিত দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরেও দেখা গিয়েছে তাঁকে ৷ সেখানে অনুশীলন না করলেও, প্রায় দু’দিন টিম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সময় কাটিয়েছেন ৷ দলে তরুণ ক্রিকেটারদের অনুশীলন দাঁড়িয়ে থেকে দেখেছেন ৷ 2022 সালের 30 ডিসেম্বর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হন ঋষভ ৷ একাধিক অস্ত্রোপচার এবং দীর্ঘ রিহ্যাবিলেশনের পর বর্তমানে সুস্থ তিনি ৷ তবে, হাঁটাচলা ও দৌড়ানো বাদ দিয়ে, কতটা ম্যাচ ফিট এই উইকেটকিপার ব্যাটার, সেটাই বড় প্রশ্ন ৷

আরও পড়ুন:

  1. হোয়াইটওয়াশে চোখ রেখে আফগানদের বিরুদ্ধে শেষ ম্যাচে নজরে রোহিতের ফর্ম
  2. ভাঙল যুবরাজের 24 বছর পুরনো রেকর্ড, 404 রানের অপরাজিত ইনিংস প্রখরের
  3. ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি, সেরা কোচের তকমা পেলেন গুয়ার্দিওলা

ABOUT THE AUTHOR

...view details