বেঙ্গালুরু, 17 জানুয়ারি: বেঙ্গালুরুতে ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল এক বিশেষ অতিথিকে ৷ যাঁর বর্তমান ঠিকানা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ৷ তিনি ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত ৷ আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজের শেষ ম্যাচ আজ ৷ মঙ্গলবার ভারতীয় দলের প্রাক-ম্যাচ অনুশীলনে চিন্নাস্বামীতে পৌঁছে যান ঋষভ ৷
টিম ইন্ডিয়ার প্র্যাকটিসের আগে 20 মিনিট নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় পন্তকে ৷ পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, রিঙ্কু সিং এবং আবেশ খানদের সঙ্গে খোশ মেজাজে দেখা যায় তাঁকে ৷ সতীর্থদের সঙ্গে বেশ কিছুক্ষণ হাসিঠাট্টা ও কথা বলে মাঠ ছাড়েন তিনি ৷ তবে, মঙ্গলবার ঋষভের নেটে অনুশীলন তাঁর, ফিট হওয়ার ইঙ্গিত বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ ৷ নেটে 20 মিনিটের ব্যাটিংয়ে অফ-সাইডে বেশ কিছু ড্রাইভ খেলতে দেখা যায় তাঁকে ৷ এমনকি অন-সাইডে পন্ত স্পেশাল বড় শটও দেখা গিয়েছে ৷
ভারতীয় দলের অনুশীলনের আগে, নেটে ঢুকে এই অনুশীলনের পিছনে কি তবে কোনও বিশেষ কারণ রয়েছে ? এ বছর টি-20 বিশ্বকাপের আগে নিজের দাবিদারি পেশ করতে চাইছেন পন্ত ? তবে, দাবিদারি পেশ করলেই তো হবে না ! নিজেকে ম্যাচ ফিট ও ফর্মে রয়েছেন, সেটাও প্রমাণ করতে হবে ৷ আর সেক্ষেত্রে আসন্ন আইপিএল সবচেয়ে বড় মঞ্চ হতে চলেছে ঋষভ পন্তের কাছে ৷ দিল্লি ক্যাপিটালস এ বছর পন্তকে তাদের অধিনায়ক ঘোষণা করেছে ৷ ফলে, তিনি আইপিএল দিয়েই যে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তা একপ্রকার নিশ্চিত ৷
গত বছর নভেম্বর মাসে কলকাতায় আয়োজিত দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরেও দেখা গিয়েছে তাঁকে ৷ সেখানে অনুশীলন না করলেও, প্রায় দু’দিন টিম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সময় কাটিয়েছেন ৷ দলে তরুণ ক্রিকেটারদের অনুশীলন দাঁড়িয়ে থেকে দেখেছেন ৷ 2022 সালের 30 ডিসেম্বর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হন ঋষভ ৷ একাধিক অস্ত্রোপচার এবং দীর্ঘ রিহ্যাবিলেশনের পর বর্তমানে সুস্থ তিনি ৷ তবে, হাঁটাচলা ও দৌড়ানো বাদ দিয়ে, কতটা ম্যাচ ফিট এই উইকেটকিপার ব্যাটার, সেটাই বড় প্রশ্ন ৷
আরও পড়ুন:
- হোয়াইটওয়াশে চোখ রেখে আফগানদের বিরুদ্ধে শেষ ম্যাচে নজরে রোহিতের ফর্ম
- ভাঙল যুবরাজের 24 বছর পুরনো রেকর্ড, 404 রানের অপরাজিত ইনিংস প্রখরের
- ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি, সেরা কোচের তকমা পেলেন গুয়ার্দিওলা