পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

P Sen Trophy 2023: পি সেন ট্রফিতে খেলার প্রস্তাব ফেরালেন রিঙ্কু সিং - CAB

পি সেন ট্রফি খেলার প্রস্তাব পেয়েছিলেন রিঙ্কু সিং ৷ কিন্তু, সেই প্রস্তাব ফেরালেন কেকেআর-এর গত মরশুমের সেরা উঠতি ক্রিকেটার ৷ আগামী 18 জুন থেকে শুরু হবে পি সেন ট্রফি ৷ 24 জুন ইডেনে হবে দিনরাতের ফাইনাল ৷

P Sen Trophy 2023 ETV BHARAT
P Sen Trophy 2023

By

Published : Jun 16, 2023, 4:06 PM IST

কলকাতা, 16 জুন: পি সেন ট্রফিতে খেলার প্রস্তাব নাকচ করলেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং ৷ 18 জুন রবিবার থেকে শুরু হচ্ছে দশ দলের এই প্রতিযোগিতা ৷ পি সেন ট্রফিতে অংশ নেওয়া প্রত্যেকে নিজেদের মতো করে দল সাজাচ্ছে ৷ সেখানে রিঙ্কু সিংকে দলে নেওয়ার জন্য মরিয়া সবাই ৷ গত আইপিএলে নাইট রাইডার্সের দলগত পারফর্ম্যান্সের নিরিখে সেরা ছিলেন রিঙ্কু সিং ৷ তাই তাঁকে দলে আসার প্রস্তাব দিয়েছিল মোহনবাগান এবং তপন মেমোরিয়াল ৷ কিন্তু, লোভনীয় প্রস্তাব থাকলেও তা ফিরিয়ে দিয়েছেন রিঙ্কু ৷

উল্লেখ্য, 28 জুন থেকে শুরু হওয়া দলীপ ট্রফির 6টি দল ঘোষণা করেছে বিসিসিআই ৷ সেখানে সেন্ট্রাল জোনের 15 জনের দলে রয়েছেন রিঙ্কু ৷ উত্তরপ্রদেশের বাঁ-হাতি ব্যাটার পি সেন ট্রফি না খললেও, আইপিএল খেলা আরও কয়েকজন ক্রিকেটার পি সেন ট্রফি খেলতে আসছেন ৷ ভবানীপুর ক্লাব রীতেশ শর্মা, ঋষি ধাওয়ানকে নিয়ে আসছে ৷ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের হয়ে খেলবেন পঞ্জাবের অভিষেক শর্মা ৷

6 বছর পরে পি সেন ট্রফি শুরু হতে চলেছে ৷ 18 জুন থেকে দশ দলকে নিয়ে শুরু হবে পি সেন ট্রফি ৷ ম্যাচের সূচি ইতিমধ্যে প্রকাশ করেছে সিএবি ৷ 2017 সালে শেষবার পি সেন ট্রফির আয়োজন করা হয়েছিল ৷ তারপর থেকে সময়ের অভাবে ঐতিহ্যবাহী প্রতিযোগিতাটি বন্ধ ছিল প্রায় 6 বছর ৷ এমনকি মাঝে করোনা অতিমারির কারণে পি সেন ট্রফির আয়োজনের বিষয়টি আরও বিলম্বিত হয় ৷ নতুন মরশুমের প্রথম থেকে সিএবি পি সেন ট্রফি আয়োজনের ব্যাপারে উদ্যোগী ছিল ৷ তাই জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে পি সেন ট্রফির আয়োজন করা সম্ভব হয়েছে ৷

সেইমত দশ দলের পি সেন ট্রফি আয়োজন করা হচ্ছে ৷ 18 জুন কোয়ালিফায়ার রাউন্ড খেলবে 4টি দল ৷ ইডেনে প্রথম ম্যাচ হবে মোহনবাগান এসি বনাম আরিয়ান ক্লাব ৷ আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে ভবানীপুর ক্লাব এবং খিদিরপুর স্পোর্টিং ক্লাব ৷ 19 জুন ইডেনে প্রথম কোয়ার্টার-ফাইনাল খেলবে ইস্টার্ন রেলওয়েল স্পোর্টস অ্যাসোসিয়েশন বনাম সিএবি প্রেসিডেন্ট ইলেভেন ৷ ওইদিন জেইউ-র মাঠে দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে তপন মেমোরিয়াল ক্লাব এবং সিএবি ডিস্ট্রিক ইলেভেন ৷

আরও পড়ুন:ইডেনে দিনরাতের ফাইনাল, ছ'বছর পর ফিরছে পি সেন ট্রফি

20 জুন বড়িশা স্পোর্টিং ক্লাব ও প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল তৃতীয় কোয়ার্টার-ফাইনালে খেলব ৷ চতুর্থ কোয়ার্টার-ফাইনাল হবে, টাউন ক্লাব ও দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দলের মধ্যে ৷ 22 জুন হবে দু’টি সেমি-ফাইনাল ম্যাচ ও 24 জুন ইডেনে দিনরাতের ফাইনাল ম্যাচ খেলা হবে ৷ পি সেন ট্রফিতে অংশ নেওয়া 10টি দল জানিয়েছে, যেহেতু, টি-20 ফরম্যাটে খেলা হবে ৷ তাই আইপিএল-এর মারকুটে ক্রিকেটারদের নিয়ে আসার চেষ্টা চলছে ৷ উল্লেখ্য, এর আগে কপিল দেব, সচিন তেন্ডুলকর এবং প্রবীণ আমরেরা এবং বিরাট কোহলি পি সেন ট্রফি খেলে গিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details