কলকাতা, 16 জুন: পি সেন ট্রফিতে খেলার প্রস্তাব নাকচ করলেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং ৷ 18 জুন রবিবার থেকে শুরু হচ্ছে দশ দলের এই প্রতিযোগিতা ৷ পি সেন ট্রফিতে অংশ নেওয়া প্রত্যেকে নিজেদের মতো করে দল সাজাচ্ছে ৷ সেখানে রিঙ্কু সিংকে দলে নেওয়ার জন্য মরিয়া সবাই ৷ গত আইপিএলে নাইট রাইডার্সের দলগত পারফর্ম্যান্সের নিরিখে সেরা ছিলেন রিঙ্কু সিং ৷ তাই তাঁকে দলে আসার প্রস্তাব দিয়েছিল মোহনবাগান এবং তপন মেমোরিয়াল ৷ কিন্তু, লোভনীয় প্রস্তাব থাকলেও তা ফিরিয়ে দিয়েছেন রিঙ্কু ৷
উল্লেখ্য, 28 জুন থেকে শুরু হওয়া দলীপ ট্রফির 6টি দল ঘোষণা করেছে বিসিসিআই ৷ সেখানে সেন্ট্রাল জোনের 15 জনের দলে রয়েছেন রিঙ্কু ৷ উত্তরপ্রদেশের বাঁ-হাতি ব্যাটার পি সেন ট্রফি না খললেও, আইপিএল খেলা আরও কয়েকজন ক্রিকেটার পি সেন ট্রফি খেলতে আসছেন ৷ ভবানীপুর ক্লাব রীতেশ শর্মা, ঋষি ধাওয়ানকে নিয়ে আসছে ৷ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের হয়ে খেলবেন পঞ্জাবের অভিষেক শর্মা ৷
6 বছর পরে পি সেন ট্রফি শুরু হতে চলেছে ৷ 18 জুন থেকে দশ দলকে নিয়ে শুরু হবে পি সেন ট্রফি ৷ ম্যাচের সূচি ইতিমধ্যে প্রকাশ করেছে সিএবি ৷ 2017 সালে শেষবার পি সেন ট্রফির আয়োজন করা হয়েছিল ৷ তারপর থেকে সময়ের অভাবে ঐতিহ্যবাহী প্রতিযোগিতাটি বন্ধ ছিল প্রায় 6 বছর ৷ এমনকি মাঝে করোনা অতিমারির কারণে পি সেন ট্রফির আয়োজনের বিষয়টি আরও বিলম্বিত হয় ৷ নতুন মরশুমের প্রথম থেকে সিএবি পি সেন ট্রফি আয়োজনের ব্যাপারে উদ্যোগী ছিল ৷ তাই জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে পি সেন ট্রফির আয়োজন করা সম্ভব হয়েছে ৷