পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Rinku Singh Gifts His Parents: দেশে ফিরে বাবা-মা’কে জাতীয় দলের জার্সি উপহার রিঙ্কুর - Rinku Singh Parents

Rinku Singh Gifts Team India Jerseys to Parents: ভারতীয় দলের হয়ে অভিষেক করেছেন রিঙ্কু সিং ৷ সেই সঙ্গে বাবা-মা’র স্বপ্নপূরণও করেছেন তিনি ৷ এবার ভারতীয় দলের অভিষেক ম্যাচের জার্সি বাবা-মা’কে উপহার দিলেন রিংকু ৷

Image Courtesy: Rinku Singh Twitter
Image Courtesy: Rinku Singh Twitter

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 3:12 PM IST

আলিগড়, 27 অগস্ট: বাড়ি ফিরে বাবা-মা’কে ভারতীয় দলের জার্সি উপহার দিলেন রিঙ্কু সিং ৷ আয়ারল্যান্ড সফর শেষে আলিগড়ের বাড়িতে ফিরেছেন সদ্য জাতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশ করা রিঙ্কু ৷ সেখানে অভিষেক ম্যাচের জার্সি বাবা-মা'য়ের হাতে তুলে দেন নাইট তারকা এবং বাবা-মা'য়ের সঙ্গে ফটো সেশনও করেন ৷ সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন রিঙ্কু ৷ আইরিশদের বিরুদ্ধে সফরের দ্বিতীয় টি-20 ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পান নবাগত রিঙ্কু ৷ ব্যাট হাতে 21 বলে ঝোড়ো 38 রান করে ম্যাচের সেরাও হন রিংকু ৷

বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটারের ম্যাচ জেতানো ইনিংসে 3টি ওভার বাউন্ডারি এবং 2টি বাউন্ডারি মারেন বাঁ-হাতি মিডল-অর্ডার ব্যাটার ৷ সফরের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ব্যাট করার সুযোগ পাননি ৷ ওই ম্যাচ ডিএলএস পদ্ধতিতে 2 রানে জয়লাভ করে টিম ইন্ডিয়া ৷ আর তৃতীয় টি-20 ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা হয় ৷ তবে, প্রথম সুযোগেই তাঁর ইনিংস দলের জয়ের কাজে এসেছে, তাতেই খুশি রিঙ্কু ৷

আর সেই খুশি বাড়ি ফিরে বাবা-মা’র সঙ্গে ভাগ করে নিলেন ভারতীয় দলের এই তরুণ সদস্য ৷ উপহার হিসেবে ভারতীয় দলের জার্সি বাবা-মাকে পরিয়ে দিলেন তিনি ৷ সোশাল মিডিয়ায় বাবা-মা'য়ের সঙ্গে পোস্ট করা সেই ছবি এই মুহূর্তে হিট ৷ তবে, দু'দিনের বেশি বাড়িতে থাকতে পারবেন না রিংকু ৷ সোমবার থেকেই নেমে পড়বেন অনুশীলনে ৷ এ মাসেই শুরু হচ্ছে উত্তরপ্রদেশ টি-20 লিগ ৷ সেখানে মেরঠ দলের অধিনায়ক করা হয়েছে তাঁকে ৷ এই টুর্নামেন্ট খেলতে কানপুর যাওয়ার আগে রবিবার মহুয়া খেদা স্টেডিয়ামে যাবেন তিনি ৷ সেখানে তৈরি হস্টেল দেখবেন এবং ক্রিকেটারদের সঙ্গে দেখা করবেন ভারতীয় দলের ভবিষ্যতের তারা ৷

আরও পড়ুন:'মায়ের স্বপ্নেই বাঁচছি', জাতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশের পর প্রতিক্রিয়া রিঙ্কুর

সেপ্টেম্বর মাসে শুরু হতে চলা এশিয়ান গেমসের দলে রয়েছেন রিংকু সিং ৷ রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে একেবারে তরুণ ও অনভিজ্ঞ দলকেই এশিয়ান গেমস খেলতে হ্যাংঝাউয়ে পাঠাচ্ছে বিসিসিআই ৷

ABOUT THE AUTHOR

...view details