মুম্বই, 22 ডিসেম্বর: অভিষেক টেস্টে হাফ-সেঞ্চুরি রিচা ঘোষের ৷ শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে 52 রানের ইনিংস খেললেন বাংলা উইকেট-কিপার ব্যাটার ৷ শুধু খেললেন তা নয়, সঙ্গে দলকে প্রথম ইনিংসে লিড পাইয়ে দিলেন রিচা ৷ জেমিমা রদ্রিগেজের সঙ্গে চতুর্থ উইকেটে এ দিন 113 রানের পার্টনারশিপ করেন শিলিগুড়ির মেয়ে ৷ উল্লেখ্য, 2002 সালের পর প্রথম কোনও বাঙালি মহিলা ক্রিকেটার টেস্টে অভিষেক ম্যাচে হাফ-সেঞ্চুরি করলেন ৷
ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে সুবিধাজনক জায়গায় রয়েছে ভারতের মেয়েরা ৷ আর এক্ষেত্রে ব্যাটহাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন কেরিয়ারের প্রথম টেস্ট খেলা রিচা ঘোষ ৷ তবে, এই ম্যাচে রিচার অভিষেক কিছুটা ভাগ্যের ফের ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে অভিষেক করা শুভা সতীশের (69) আঙুলে চোট পান ফিল্ডিংয়ের সময় ৷ তাঁর হাতে অস্ত্রোপচার হয়েছে ৷ শুভার জায়গায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক করার সুযোগ পেয়েছেন রিচা ৷ 18 বছর পর কোনও বাঙালি মেয়ে টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে অভিষেক করেছেন ৷
এর আগে 2005 সালে রুমেলি ধর দিল্লিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেন ৷ তিনি সেই টেস্টে প্রথম ইনিংসে 114 বলে 39 রান করেছিলেন ৷ আর দ্বিতীয় ইনিংসে 67 বলে 30 রানের ইনিংস খেলেছিলেন রুমেলি ধর ৷ সেই টেস্ট ভারতীয় মহিলা দল ড্র করেছিল ৷ 311 রান তাড়া করতে নেমে ইংল্যান্ড চতুর্থ ইনিংসে 6 উইকেট হারিয়ে 210 রান তোলে ৷ তার 18 বছর পর বাঙালি হিসেবে মেয়েদের ক্রিকেটে রিচা ঘোষ টেস্ট অভিষেক শুধু করলেন না ৷ সেখানে 52 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন তিনি ৷
দ্বিতীয়দিনের সকালে স্নেহ রানা (9) আউট হতে রিচা চারনম্বরে ব্যাটিং করতে নামেন ৷ সেই সময় ক্রিজে ছিলেন স্মৃতি মন্ধানা (74) ৷ কিন্তু, স্মৃতিও কিছুক্ষণের মধ্যে ফিরে যান ৷ শুরুতেই পরপর 2 উইকেট হারিয়ে যখন ভারতীয় দল চাপে ৷ সেখান থেকে জেমিমার সঙ্গে ওয়াংখেড়ের লো-বাউন্স পিচে পার্টনারশিপ করেন রিচা ৷ প্রথমে পঞ্চাশের নিচে স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন ৷ কিন্তু, পিচের পেস ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতেই অজি বোলারদের প্রতি আক্রমণে যান তিনি ৷
আরও পড়ুন:
- 18 বছর পর মেয়েদের টেস্টে ফের বাঙালি ক্রিকেটারের অভিষেক, হরমনপ্রীতের দলে রিচা ঘোষ
- সঞ্জুর সেঞ্চুরিতে তৃতীয় ওয়ান-ডে জয়, প্রোটিয়াদের হারিয়ে 2-1 সিরিজ ভারতের
- পারিবারিক কারণে প্রথম টেস্টের আগেই দেশে ফিরলেন বিরাট!